নেপালে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ

নেপালে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ

সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলবেন না হামজা চৌধুরী। তিনি সেপ্টেম্বরে আসবেন না এমন আঁচ অনেকদিন আগে ফুটবলাঙ্গনে ছড়ালেও গতকাল বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাফুফে। ফিফা উইন্ডোতে ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলতে আজ কাঠমান্ডুর উদ্দেশে রওনা হবেন তপু বর্মণরা। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও ছিলেন ফেডারেশনে। সভাপতির সঙ্গে আলোচনার পর উপস্থিত সাংবাদিকদের আমের বলেন, ‘নেপাল সফরে হামজা আসছেন না। শেষ ম্যাচে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন। আবার ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা রয়েছে। ক্লাবের সূচি এবং সুস্থতা বিবেচনায় হামজা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালে খেলবে না এটা তার এজেন্ট আমাদের জানিয়েছে।’ কোচ হাভিয়ের কাবরেরার তালিকায় থাকায় বাফুফে হামজাকে চেয়ে লেস্টার সিটিতে চিঠিও দিয়েছিল। ফিফা উইন্ডোতে ৪৮ ঘণ্টা আগে ক্লাব ফুটবলার ছাড়তে বাধ্য। সেই হিসেবে ৬ সেপ্টেম্বর ম্যাচের জন্য ৪ সেপ্টেম্বর হামজার কাঠমান্ডু থাকার কথা। হামজা সরাসরি নেপালে আসবেন এমন পরিকল্পনা নিয়ে কাজ করছিল ফেডারেশন। বাফুফে সভাপতি হামজাকে নেপালে খেলানোর চেষ্টাও করেছিলেন। ফিফার আইন পক্ষে থাকলেও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ পথচলা মসৃণ রাখতে লেস্টার ও হামজার এজেন্টের সঙ্গে খানিকটা নমনীয় ছিল ফেডারেশন। গত শুক্রবার চ্যাম্পিয়নশিপ লীগে বার্মিংহাম সিটির মুখোমুখি হয় হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। ২-০ গোলে জয়ের ম্যাচটিতে অবশ্য পায়ে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় এই বাংলাদেশি তারকাকে। যদিও হামজা নিজেই জানিয়েছেন চোট ততোটা গুরুতর নয়। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অভিষেকে দর্শকরা হামজার খেলা দেখছেন। নেপালের বিপক্ষে না থাকলেও অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে খেলার কথা রয়েছে লেস্টার সিটির ডিফেন্সিভ এই মিডফিল্ডারের।