ফিফা উইন্ডোতে আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে আজ কাঠমান্ডুর উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ম্যাচ দুটির জন্য আজ সকালে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেখানে নেই হামজা চৌধুরী ও শমিত সোমের নাম।
ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে চোট পাওয়ায় হামজার না খেলার কথা জানা যায় গতকালই। সভাপতির সঙ্গে আলোচনার পর জাতীয় দলের ম্যানেজার আমের খান সাংবাদিকদের বলেন, ‘নেপাল সফরে হামজা আসছেন না। শেষ ম্যাচে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন। আবার ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা রয়েছে। ক্লাবের সূচি এবং সুস্থতা বিবেচনায় হামজা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালে খেলবে না এটা তার এজেন্ট আমাদের জানিয়েছে।’ আর ক্লাবের ব্যস্ততার কারণে নেপাল সফরে থাকছেন না কানাডিয়ান প্রিমিয়ার লীগের দল ক্যাভালরি এফসিতে খেলা শমিতকে।
বাংলাদেশের স্কোয়াড:
গোলকিপার: সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন
ডিফেন্ডার: মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মন, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম
ফরোয়ার্ড: আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা