লিভারপুলের শেষমুহূর্তের জয়ের নায়ক অভিষিক্ত এনগুমোয়া
এর চেয়ে নাটকীয় অভিষেক আর কীইবা হতে পারতো। ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে সোমবার প্রথমে দুই গোলে লিড নেয় লিভারপুল। নির্ধারিত সময়ের মিনিট দুয়েক আগে দুই গোলই শোধ দেয় নিউক্যাসেল ইউনাইটেড, লীগ চ্যাম্পিয়নদের বিপক্ষে জাগায় পয়েন্টের আশা। ৯৬তম মিনিটে বদলি হয়ে নামেন ১৬ বছর বয়সীস ফরোয়ার্ড রিও এনগুমোয়া। যোগ করা দশম মিনিটে এ অভিষিক্ত কিশোরের গোলেই ৩-২ ব্যবধানে পূর্ণ পয়েন্ট নিয়ে ফেরে অলরেডরা।
এই গোলে ইতিহাসও গড়েছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের এ খেলোয়াড়। এনগুমোয়া এখন লিভারপুলের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা। প্রিমিয়ার লীগে ১৬ বছর বয়সে জয়সূচক গোল করা দ্বিতীয় খেলোয়াড়ও তিনিই। এর আগে সবশেষ ২০০২-এ এভারটনের হয়ে আর্সেনালের বিপক্ষে এ কীর্তি গড়েন ওয়েন রুনি। বয়সের হিসেব কষলে, রুনির চেয়ে স্রেফ একদিন বেশি বয়সে গোলটি করলেন এনগুমোয়া। গোলের দিন তার বয়স ছিল ১৬ বছর ৩৬১ দিন। ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে চতুর্থ সর্বকনিষ্ঠ গোলদাতা এনগুমোয়া।