সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বড় জয়ে আসর শুরু করেছে ভারত

আরব আমিরাতের বিপক্ষে বড় জয়ে আসর শুরু ভারতের

পাত্তাই পেল না সংযুক্ত আরব আমিরাত। ভারতের কাছে প্রথম ম্যাচেই অসহায় আত্মসমর্পণ করেছে মোহাম্মদ ওয়াসিমের দল। শুরু থেকেই কোণঠাসা দলটা দাঁড়াতেই পারেনি, মাত্র ২৭ বলেই জয় নিশ্চিত করেছে ভারত।

বুধবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। টি-টোয়েন্টি এশিয়া কাপে যেটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড।

যা তাড়া কর‍তে নেমে প্রথম তিন ওভারেই ৩৮ রান তুলে ফেলে ভারত। চতুর্থ ওভারে এসে ৩ ছক্কা ও ২ চারে ১৬ বলে ৩০ রান করে ফেরেন অভিষেক শর্মা। তবে পরের ওভারেই নিশ্চিত হয় জয়।

মাত্র ৪.৩ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে তারা। ৯ বলে ২০ রান করে অপরাজিত থাকেন শুভমান গিল। ২ বলে ৭ রান করেন সূর্য কুমার যাদব।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা হয়েছিল দারুণ। ভারতীয় বোলারদের সামলে ৩ ওভারেই ২৫ রান তুলে নেয় সংযুক্ত আরব আমিরাত। এরপর টানা দুই ওভারে দুই উইকেট হারায় দলটা।

চতুর্থ ওভারে জাসপ্রিত বুমরাহ ফেরান আলিশান শরাফুকে। ১৭ বলে ২২ করে আউট হন তিনি। বরুন চক্রবর্তীর পরের ওভারে ফেরেন মোহাম্মদ জুহাইব (৫ বলে ২)। পাওয়ার প্লেতে ২ উইকেটে আসে ৪১ রান।

কিন্তু পাওয়ার প্লের পর ধসে পড়ে আমিরাতের ব্যাটিং লাইন। নবম ওভারে কুলদিপ যাদব শিকার করেন ৩ উইকেট। প্রথম বলে রাহুল চোপড়া (৩), চতুর্থ বলে মোহাম্মদ ওয়াসিম (২২ বলে ১৯) ও শেষ বলে হর্ষিত কৌশিককে (২) ফেরান।

এরপর আসিফ খানকে (২) ফেরান শিভাম দুবে, সিমরানজিত সিংকে (১) অক্ষর প্যাটেল। ৫ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় আরব আমিরাত। সেখান থেকে আর বেশিদূর আগাতে পারেনি।

সব মিলিয়ে দুই ওপেনার বাদে কেউ দুই অঙ্কে যেতে পারেননি। চায়নাম্যান স্পিনার কুলদিপ যাদব মাত্র ৭ রানে নেন ৪টি উইকেট। ৪ রানে ৩ উইকেট শিকার করেন পেস বোলিং অলরাউন্ডার শিভাম দুবে।

২০২২ সালের সেপ্টেম্বরে শারজায় পাকিস্তানের বিপক্ষে ৩৮ রানে অলআউট হয়েছিল হংকং। এখন পর্যন্ত এটিই টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে সর্বনিম্ন।