এনসিএল টি-টোয়েন্টি খেলতে ক্রিকেটারদের কঠিন শর্ত দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিটনেস টেস্টে পাশ করতেই হবে যে করেই হোক। অন্যথায় মিলবে না মাঠে নামার অনুমতি।
জতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ক্যাম্প শুরু হচ্ছে সোমবার (১১ আগস্ট) থেকে। এরপর আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর হবে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। ফিটনেস নিয়ে এবার বেশ কড়া অবস্থানে বিসিবি।
জানিয়ে দেয়া হয়েছে, যে ক্রিকেটাররা ফিটনেস টেস্টে পাস করতে পারবেন না তারা এনসিএল টি-টোয়েন্টি খেলতে পারবেন না। যদিও এমন ঘোষণা নতুন কিছু নয়, তবে আগে কখনো মিলতো বিশেষ ছাড়।
এদিন প্রত্যেকটি দলই নিজেদের বিভাগে অনুশীলন শুরু করবে। শুধু রংপুর ও বরিশালে ভেন্যুর সংস্কার কাজ চলমান থাকায় তাদের ক্রিকেটাররা অনুশীলন করবেন ঢাকায় মিরপুর স্টেডিয়ামে।
আগেই জানা গেছে এনসিএল টি-টোয়েন্টির এবারের আসর হচ্ছে তিনটি ভেন্যুতে। খেলা হবে সিলেটের পাশাপাশি রাজশাহী ও বগুড়াতেও। আগামী ১৪ সেপ্টেম্বর পর্দা উঠার কথা এই আসরের।