এশিয়া কাপে প্রথম জয়ের খোঁজে মাঠে নেমেছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আজ আবুধাবিতে মুখোমুখি হয়েছে মরুর দুই দেশ। যেখানে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ওমানের। খেলা শুরু হয়েছে সন্ধ্যা ৬টায়।
আরব আমিরাত এশিয়া কাপ খেলছে চতুর্থবারের মতো, তবে মোট ৯টি ম্যাচ খেলেও এখনো দেখেনি জয়ের মুখ। অন্যদিকে ওমান এবারই প্রথমবার অংশ নিয়েছে এশিয়া কাপে। তারাও আছে প্রথম জয়ের খোঁজে।
অন্যদিকে চলতি আসরেও নিজেদের প্রথম ম্যাচটা ইতোমধ্যেই খেলে ফেলেছে আরব আমিরাত ও ওমান। তবে প্রথম ম্যাচে জয়ের স্বাদ পাওয়া হয়নি কারো। তবে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
দুই দলের যে কেউ আজ বহুল আকাঙ্খিত জয়ের স্বাদ পেতে চলেছে। গড়বে ইতিহাস। তবে তাতে হতাশা বাড়বে অন্য দলের, বাড়বে অপেক্ষা।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলের একাদশেই আছে পরিবর্তন। আরব আমিরাত ১ পরিবর্তন ও ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ওমান।
আরব আমিরাত একাদশ: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, আসিফ খান, ধ্রুব পরাশর, হায়দার আলী, হারশিত কৌশিক, জুনাইদ সিদ্দিকী, মুহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া, রোহিদ খান, জাওয়াদুল্লাহ।
ওমান একাদশ: যতিন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা, আমির কালিম, যীতেন রামানন্দি, আরিয়ান বিশ্ব, ওয়াসিম আলি, হাসনাইন আলি শাহ, ফয়সাল শাহ, শাকিল আহমদ, সময় শ্রীবাস্তব।