ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়ে নতুন মৌসুমে শুভ সূচনা করেছে আর্সেনাল। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন ডিফেন্ডার রিকার্ডো ক্যালাফিওরি।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার (১৭ আগস্ট) ওল্ড ট্র্যফোর্ডে আর্সেনালকে আতিথ্য দেয় ইউনাইটেড। ম্যাচজুড়ে তুলনামূলক ভালো খেললেও ঘরের মাঠে গোলের দেখা পায়নি রেড ডেভিলরা। বরং প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে শুরুতে পাওয়া লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছেড়েছে গানাররা।
পুরো ম্যাচে বল দখল কিংবা আক্রমণে অনেকটাই এগিয়ে ছিল ইউনাইটেড। প্রায় ৬২ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে আমুরির দল। আর্সেনালের নেয়া ৯টি শটের মধ্যে লক্ষ্যে ছিল ৩টি।
খেলার ১৩তম মিনিটে প্রতিপক্ষের কর্নার কিক ক্লিয়ারের চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি স্বাগতিক গোলকিপার বায়িন্দি। তার হাতে লেগে যাওয়া বল দূরের পোস্টে মাথা ছুঁয়ে ঠিকই জালে পাঠিয়ে দেন ইতালিয়ান ডিফেন্ডার ক্যালাফিওরি। ১-০ গোলের এই লিড ধরে রেখে বিরতিতে যায় আর্সেনাল।