বিসিবি নির্বাচনে অংশ নিতে চান নান্নু

বিসিবি নির্বাচনে অংশ নিতে চান নান্নু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেছেন, তিনি অনেক দিন ধরেই এ নিয়ে ইতিবাচক চিন্তা করছেন এবং সবকিছু ঠিক থাকলে অবশ্যই নির্বাচনে দাঁড়াবেন। আগামী ৪ঠা অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি’র নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে নান্নু নিজের আগ্রহের কথা জানিয়ে বলেন, ‘এটা চিন্তাভাবনা তো আগে থেকেই করে রেখেছিলাম। তো আমাদের এখন কিছু জিনিস আছে যে, প্রাক্তন অধিনায়কদের একটা বার আছে, ক্যাটাগরি ‘সি’। তো এই জায়গাটা এখনো জানি না কতটুকু কী হবে। তারপরও চিন্তাভাবনা ইতিবাচক নিয়ে রেখেছি। আশা করছি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই করব।’ ক্যাটাগরি ‘সি’ (অন্যান্য) যেখানে বিভিন্ন সংস্থা, ছাড়াও সাবেক ক্রিকেটার, বিশ্ববিদ্যালয় এবং সার্ভিসেস সংস্থাগুলোর প্রতিনিধিরা ভোট দেন। এই ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হন। ক্যাটাগরি ‘সি’ থেকে কেবল একজন পরিচালক নির্বাচিত হতে পারেন। মিনহাজুল আবেদিন নান্নু এই ক্যাটাগরি থেকেই নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন, কারণ এটি সাবেক ক্রিকেটারদের জন্য সংরক্ষিত একটি আসন। নান্নু দীর্ঘ সময় ধরে বিসিবি’র বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তার অভিজ্ঞতা ও বোর্ডের ভেতরের কাজের প্রতি তার গভীর জ্ঞান রয়েছে। তিনি বলেন, ‘আমি অনেক দিন ধরে বিসিবি’র সাথে সম্পৃক্ত আছি এবং এখানে কী কাজ করতে হবে, কোন কোন জায়গায় উন্নয়নের কাজ আছে, কোন জায়গায় আরও বেশি কাজ করতে হব্তেএটা সবই জানা আছে আমার। তো এখানে সুযোগটা আসলে আরও বেশি সম্পৃক্ত হয়ে আরও বেশি কাজ করার সুযোগটা থাকবে। সেভাবে চিন্তাভাবনা করে এগোচ্ছি।’
বিসিবি’র নির্বাচনে অনেক যোগ্য প্রার্থী আসার সুযোগ রয়েছে বলে মনে করেন নান্নু। তিনি ক্রিকেটের স্বার্থে কাজ করার গুরুত্ব তুলে ধরেন এবং সুযোগ পেলে তা কাজে লাগানোর চেষ্টা করবেন বলে জানান। ‘আপনি দেখেন এটা এমন একটা জায়গা, এখানে অনেক যোগ্য লোকও কিন্তু আসতে পারেন। এমন একটা জায়গা। তো এখানে ক্রিকেটের সাথে, ক্রিকেটের স্বার্থে কাজ করাটা এটা কিন্তু অনেক অনেক বিরাট ব্যাপার এবং সুযোগ পেলে যেখানে যে সুযোগটা আসবে ওটা কাজে লাগানোর চেষ্টা করব।’ নির্বাচনে নিজের প্রার্থিতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে তিনি আরও কিছুটা সময় নিতে চান। নান্নু বলেন, ‘এখন কিছু বলতে পারছি না, হয়তো আগামী দুই-এক দিনের মধ্যে পরিষ্কারভাবে বলতে পারব যে কী করতে যাচ্ছি।’