হ্যাটট্রিকে ৫৪ বছর পর যে কীর্তি গড়লেন হ্যারি কেইন

হ্যাটট্রিকে ৫৪ বছর পর যে কীর্তি গড়লেন হ্যারি কেইন

নতুন মৌসুমকে দুর্দান্তভাবে স্বাগত জানালো বায়ার্ন মিউনিখ। জার্মান বুন্ডেসলিগায় আরবি লাইপজিগের বিপক্ষে ৬-০ গোলের বড় জয় তুলে নিয়েছে বাভারিয়ানরা। ম্যাচের ৬৪তম থেকে ৭৭তম, এ ১৪ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক উল্লাসে মেতেছেন হ্যারি কেইন। ১৯৭১-এর পর মৌসুমের প্রথম ম্যাচে এত অল্প সময়ের মধ্যে আর কেউ তিন গোল করতে পারেননি। আগের কীর্তিটি শালকের কিংবদন্তি ফরোয়ার্ড ক্লাউস ফিশারের। সে বছর হ্যানোভারের বিপক্ষে চার গোল করেন ফিশার, যার মধ্যে শেষ তিনটি করেন ১২ মিনিটের মধ্যে। ম্যাচের পর ইংলিশ ফরোয়ার্ড বলেন, ‘আমরা বিরতিতে যখন ৩-০ গোলে এগিয়ে গেলাম, তখনই মনে মনে বললাম, আমাকেও এবার এ তালিকায় নাম তুলতে হবে।’ কেইন ছাড়াও এদিন জোড়া গোলে জ্বলে ওঠেন মাইকেল ওলিসে। আর মৌসুমের নতুন খেলোয়াড়, লিভারপুল থেকে উড়ে আসা লুইস দিয়াজ করেন একটি। ঘরের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় দাপট দেখায় বুন্ডেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরাই। ম্যাচজুড়ে ৬৩ শতাংশ বল নিজেদের পায়ে রাখা স্বাগতিকরা ১৯টি শটের মধ্যে ১০টিই লক্ষ্যে রাখে। আর লাইপজিগের ১২টির মধ্যে লক্ষ্যে থাকে স্রেফ ১টি শট। ম্যাচের বিরতির বাঁশি বাজার আগেই দুই গোল করেন ফরাসি তারকা ওলিসে। মাঝে জোরালো এক শটে জাল খুঁজে নিয়ে বুন্ডেসলিগায় নিজের প্রথম ম্যাচে স্মরণীয় করে রাখেন দিয়াজ। এখানেই শেষ নয়। বিরতির পর মাঠে ফিরে সব আলো কেড়ে নেন হ্যারি কেইন। তবে সেখানেও অবদান রাখেন দিয়াজ, অ্যাসিস্ট করেন কেইনের দুটি গোলে। ২০২৩-এ টটেনহ্যাম থেকে জার্মান জায়ান্টদের দলে যোগ দেয়া কেইনের ক্যারিয়ারের নবম হ্যাটট্রিক এটি। ৭০তম মিনিটে সফরকারীরা এক গোল শোধ দিলেও বাতিল হয় সেটি। শেষের দিকে দর্শকদের কড়তালিতে বদলি হয়ে মাঠ ছাড়েন ৩২ বছর বয়সী কেইন।

চার বছরে প্রথমবার
টেবিলের শীর্ষে চেলসি
ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের দ্বিতীয় ম্যাচে জ্বলে ওঠে চেলসিও। ওয়েস্ট হ্যামের সঙ্গে ব্লুদের জয় ৫-১ গোলে। মাঠে নামার আগে শরীর গরম করার সময় চোটে পড়ে ছিটকে যান কোল পালমার। তবে ইংলিশ জায়ান্টদের তারুণ্যের সামনে পাত্তাই পায়নি ওয়েস্ট হ্যাম। ফলে ২০২১-এর ডিসেম্বরের পর প্রথমবারের মতো প্রিমিয়ার লীগ টেবিলের শীর্ষে উঠে আসে চেলসি। তবে এই শীর্ষে থাকার সময়টা ক্ষণস্থায়ী, কয়েক ঘন্টাই সবার উপরে থাকবে ব্লুরা। কেননা বাকি ১৮ দল শুক্রবার পর্যন্ত ম্যাচ খেলেছে একটি করে। লন্ডন স্টেডিয়ামে ৬০ শতাংশ বল নিজেদের পায়ে রাখা চেলসি ১২টির মধ্যে ৭টিই রাখে লক্ষ্যে। আর স্বাগতিক ওয়েস্ট হ্যামের ১২টির মধ্যে লক্ষ্যে থাকে স্রেফ ৪টি শট। লুকাস পাকেতার গোলে ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় তারা। ৯ মিনিটের মধ্যেই চেলসিকে সমতায় ফেরান ফিফা ক্লাব বিশ্বকাপে দলের হয়ে অভিষেক হওয়া জোয়াও পেদ্রো। এরপর থেকে নিয়মিত বিরতিতে যায় খুঁজে নেয় সফরকারীরা। ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো নেতো। বিরতির বাঁশি বাজার আগে আরও এক দফা এগিয়ে নিয়ে যান এঞ্জো ফার্নান্দেজ। এ আর্জেন্টাইন তারকাকে অ্যাসিস্ট করেন এস্তেভাও। প্রিমিয়ার লীগের সর্বকনিষ্ঠ (১৮ বছর ১২০ দিন) ফুটবলার হিসেবে অ্যাসিস্টের রেকর্ড গড়েন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতেই। মাঠে ফিরে ৫৪তম মিনিটে দলের চতুর্থ গোল করেন মোইসেস কাইসেদো। হ্যামারদের গোলকিপার ম্যাডস হারমানসেন ক্লিয়ার করতে গিয়েও ব্যর্থ হন। মিনিট চারেকের মধ্যে হেড থেকে পঞ্চম ও শেষ গোলটি করেন ট্রেভো চালোবাহ।