ভারতের করমর্দন এড়িয়ে যাওয়ায় ক্ষুব্ধ শোয়েব আখতার

ভারতের করমর্দন এড়িয়ে যাওয়ায় ক্ষুব্ধ শোয়েব আখতার

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে জয় পরাজয়ের চেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ম্যাচ শেষের অদ্ভুত এক দৃশ্য। রোববার দুবাইয়ে অনুষ্ঠিত এই লড়াইয়ে ভারতীয়রা সাত উইকেটের সহজ জয়ে মাঠ ছাড়লেও, প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানানো নিয়েই এখন সরব ক্রিকেটপাড়া।

পাকিস্তানের ১২৮ রানের অপ্রতুল লক্ষ্য ভারত ছুঁয়ে ফেলে মাত্র ১৫.৫ ওভারে। সালমান আলি আগার নেতৃত্বাধীন দল পাত্তাই পায়নি সূর্যকুমার যাদবের ভারতীয় বাহিনীর সামনে। তবে ফলাফলের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে খেলা শেষে ঘটে যাওয়া ঘটনাটি। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড় ও অফিসিয়ালদের করমর্দনের রীতি থাকলেও ভারতীয়রা কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সরাসরি মাঠ ছেড়ে যায়।

এমনকি ম্যাচের আগেই টসে পাকিস্তান অধিনায়কের সঙ্গে করমর্দন এড়িয়ে যান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। পরে তিনি জানান, এটি ছিল পুরো দলের সিদ্ধান্ত, যা ভারতের সরকার এবং বিসিসিআইয়ের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, 'আমি বাকরুদ্ধ। খুব খারাপ লাগছে এটা দেখে, কী বলব বুঝতে পারছি না। দয়া করে রাজনীতি টেনে আনবেন না। এটা কেবল ক্রিকেট ম্যাচ, একে রাজনৈতিক রূপ দেবেন না। ক্রিকেট একটা খেলা। হাত মেলান, ভদ্রতা দেখান।'

ভারতের করমর্দন এড়িয়ে যাওয়ার জবাবে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ম্যাচ শেষের প্রেজেন্টেশন অনুষ্ঠানে না গিয়ে প্রতিবাদ জানান। শোয়েব আখতার তার এই সিদ্ধান্তকেও সমর্থন জানিয়ে বলেন, 'সালমান আলি আগা সঠিক কাজই করেছে ম্যাচ শেষের প্রেজেন্টেশনে না গিয়ে।'

উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের শুরুতে সামরিক উত্তেজনার পর এটাই ছিল ভারত–পাকিস্তানের প্রথম মুখোমুখি লড়াই। ক্রিকেট বিশ্লেষকদের ধারণা, সুপার ফোর পর্বে আবারও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখবে এশিয়া কাপ।