হুবেন আমুরি। ছবি: রয়টার্স

‘আমরা যে কাউকে হারাতে পারি’, আর্সেনালের বিপক্ষে হারের পর ইউনাইটেড

ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে হার দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করলেও হতাশ নন হুবেন আমুরি। বরং নতুনভাবে গড়া দল নিয়ে অনেক আত্মবিশ্বাসী তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড কোচের বিশ্বাস, প্রিমিয়ার লিগে যে কোনো দলকে হারানোর সামর্থ্য তাদের আছে।

ওল্ড ট্র্যাফোর্ডে রোববার গোলরক্ষক আলতাই বায়িন্দির ভুলে ত্রয়োদশ মিনিটে গোল হজম করে ইউনাইটেড। শেষ পর্যন্ত এই গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য।

গত মৌসুমে ১৫ নম্বরে থেকে প্রিমিয়ার লিগ শেষ করা ইউনাইটেড এই ম্যাচে আর্সেনালের চেয়ে অনেক ভালো খেলেছে। কয়েকবার তারা গোল পায়নি অল্পের জন্য। প্যাট্রিক ডগুর একটি শট লাগে পোস্টে। এই গ্রীষ্মে দলে আসা মাথেউস কুইয়া ও ব্রায়ান এমবুমোর শট দারুণভাবে ফিরিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া।

ম্যাচে প্রায় ৬২ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে আমুরির দল। লিগের গত তিন আসরের রানার্সআপ আর্সেনাল কেবল ৯টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারে।

দলের সামগ্রিক পারফরম্যান্সে গর্বিত গত মৌসুমের মাঝে ইউনাইটেডের দায়িত্ব নেওয়া ৪০ বছর বয়সী আমুরি।

“আমরা ভালো খেলেছি। আমরা ভালো দল ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা ম্যাচটি হেরেছি। মাঠে তারা যে পরিশ্রম করেছে, তাতে আমি সত্যিই গর্বিত এবং এগিয়ে যাওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ।”

“আমরা প্রমাণ করেছি যে, প্রিমিয়ার লিগে যে কোনো ম্যাচ আমরা জিততে পারি, বিশেষ করে আর্সেনালের মতো দুর্দান্ত দলের বিপক্ষে, আমরা ভালো দল ছিলাম।”

পরের ম্যাচে আগামী ২৪ অগাস্ট ফুলহ্যামের মাঠে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড।