অবশেষে নুনিয়েজের তরী ভিড়ল আল হিলালে

অবশেষে নুনিয়েজের তরী ভিড়ল আল হিলালে

শেষ কয়েকদিনে ডারউইন নুনিয়েজের আল হিলালের সঙ্গে চুক্তির গুঞ্জন আরও প্রকট হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবেই এ লিভারপুল ফরোয়ার্ডের সঙ্গে তিন বছরের চুক্তির ঘোষণা দিয়েছে সৌদি প্রো লীগের ক্লাবটি। যদিও চুক্তির বিস্তারিত প্রকাশ করেনি কোনো পক্ষই, তবে বৃটিশ সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, নুনিয়েজকে পেতে ৫ কোটি ৩০ লাখ ইউরো খরচ করেছে আল হিলাল।

জার্মানিতে আল হিলালের প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে ইতিমধ্যেই যোগ দিয়েছেন উরুগুইয়ান তারকা নুনিয়েজ। জানা গেছে, অন্যান্য সংযুক্তি মিলিয়ে এ দলবদলের অঙ্ক ৫ কোটি ৬০ লাখ ইউরো ছাড়িয়ে যাবে। ২০২২-এ পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ৭৫ মিলিয়ন ইউরোতে লিভারপুলে উড়ে যান নুনিয়েজ। তবে ইংলিশ জায়ান্টদের হয়ে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ১৪৩ ম্যাচ খেলে নুনিয়েজের সাকুল্যে গোল স্রেফ ৪০টি, যা তার বিশাল অঙ্কের মূল্যের সঙ্গে একদমই মানানসই নয়। অলরেডদের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ ও বর্তমান কোচ আর্নে স্লট উভয়ের অধীনেই প্রথম পছন্দের তালিকা থেকে বাদ পড়েন নুনিয়েজ। গ্রীষ্মকালীন দলবদলে হুগো একিটিকে, ফ্লোরিয়ান ভির্টৎস, মিলোস কেরকেজ ও জেরেমি ফ্রিম্পংকে দলে ভেড়ালে তার জায়গা আরও নড়বড়ে হয়ে যায়। শেষ মৌসুম নুনিয়েজের জন্য ছিল চরম হতাশাজনক। লিভারপুলের প্রিমিয়ার লীগ শিরোপা জয়ে তার অবদান ছিল সামান্যই। লীগে ৩০ ম্যাচে খেললেও শুরুর একাদশে জায়গা পান স্রেফ ৮ ম্যাচে। পুরো আসরে সব প্রতিযোগিতা মিলিয়ে সাকুল্যে ৪৭ ম্যাচে করেন স্রেফ ৭ গোল, অ্যাসিস্টও ৭টি। শীতকালীন দলবদল থেকেই নুনিয়েজকে দলে পেতে মরিয়া ছিল সৌদি প্রো লীগের আরেক ক্লাব আল নাসর। তবে মৌসুমের মাঝামাঝি সময়ে তাকে ছাড়তে রাজি হয়নি লিভারপুল। মৌসুমের পর তার প্রতি আগ্রহ দেখায় ইতালিয়ান ক্লাব নাপোলিও। তবে তাদের সঙ্গে আর্থিক বনিবনা না হওয়ায় সে গুঞ্জন বেশিদূর আগায়নি। পর্যাপ্ত সময় না পাওয়ার কারণে নুনিয়েজও অ্যানফিল্ড ছাড়তে চাচ্ছিলেন।

সিমিওনে ইনজাঘির অধীনে আল হিলালে নুনিয়েজ পাবেন রুবেন নেভেস, জোয়াও ক্যানসেলো, কালিদু কোলিবালি ও অ্যালেক্সান্ডার মিত্রোভিচের মতো তারকাদের। সম্প্রতি নতুন সংস্করণের ক্লাব বিশ্বকাপে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে কোয়ার্টার ফাইনালে ৪-৩ গোলে হারিয়ে চমক উপহার দেয় ইনজাঘির ছেলেরা। সৌদি প্রো লীগের শেষ মৌসুম দুইয়ে থেকে শেষ করে আল হিলাল। নতুন মৌসুমে লীগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে নুনিয়েজকে পেয়ে এবার তারা আরও সমৃদ্ধ হলো।