নতুন মৌসুমকে দুর্দান্তভাবে স্বাগত জানালো বায়ার্ন মিউনিখ। জার্মান বুন্ডেসলিগায় আরবি লাইপজিগের বিপক্ষে ৬-০ গোলের বড় জয় তুলে নিয়েছে বাভারিয়ানরা। ম্যাচের ৬৪তম থেকে ৭৭তম, এ ১৪ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক উল্লাসে মেতেছেন হ্যারি কেইন। ১৯৭১-এর পর মৌসুমের প্রথম ম্যাচে এত অল্প সময়ের মধ্যে আর কেউ তিন গোল করতে পারেননি। আগের কীর্তিটি শালকের কিংবদন্তি ফরোয়ার্ড ক্লাউস ফিশারের।
সে বছর হ্যানোভারের বিপক্ষে চার গোল করেন ফিশার, যার মধ্যে শেষ তিনটি করেন ১২ মিনিটের মধ্যে। ইংলিশ তারকা কেইন ছাড়াও এদিন জ্বলে ওঠেন মাইকেল ওলিসে, করেন জোড়া গোল। আর মৌসুমের নতুন খেলোয়াড়, লিভারপুল থেকে উড়ে আসা লুইস দিয়াজ করেন একটি। ঘরের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় দাপট দেখায় বুন্ডেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরাই। ম্যাচজুড়ে ৬৩ শতাংশ বল নিজেদের পায়ে রাখা স্বাগতিকরা ১৯টি শটের মধ্যে ১০টিই লক্ষ্যে রাখে। আর লাইপজিগের ১২টির মধ্যে লক্ষ্যে থাকে স্রেফ ১টি শট। ম্যাচের বিরতির বাঁশি বাজার আগেই দুই গোল করেন ফরাসি তারকা ওলিসে। মাঝে জোরালো এক শটে জাল খুঁজে নিয়ে বুন্ডেসলিগায় নিজের প্রথম ম্যাচে স্মরণীয় করে রাখেন দিয়াজ।
এখানেই শেষ নয়। বিরতির পর মাঠে ফিরে সব আলো কেড়ে নেন হ্যারি কেইন। তবে সেখানেও অবদান রাখেন দিয়াজ, অ্যাসিস্ট করেন কেইনের দুটি গোলে। ২০২৩-এ টটেনহ্যাম থেকে জার্মান জায়ান্টদের দলে যোগ দেয়া কেইনের ক্যারিয়ারের নবম হ্যাটট্রিক এটি। ৭০তম মিনিটে সফরকারীরা এক গোল শোধ দিলেও বাতিল হয় সেটি। শেষের দিকে দর্শকদের কড়তালিতে বদলি হয়ে মাঠ ছাড়েন ৩২ বছর বয়সী কেইন। ম্যাচের পর ইংলিশ ফরোয়ার্ড বলেন, আমরা বিরতিতে যখন ৩-০ গোলে এগিয়ে গেলাম, তখনই মনে মনে বললাম, আমাকেও এবার এ তালিকায় নাম তুলতে হবে।