ছুটি কাটিয়ে আজ ঢাকায় ফিরছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা। তার অধীনে চলতি সপ্তাহে শুরু হবে নেপাল ম্যাচের প্রস্তুতি। আগামীকাল এএফসি চ্যালেঞ্জ লীগের প্লে অফে মাঠে নামবে বাংলাদেশের দুই ক্লাব আবাহনী ও বসুন্ধরা। তাদের ম্যাচ থাকার কারণে জাতীয় দলের ক্যাম্প ধাপে ধাপে শুরু হবে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, ‘কাবরেরা আসবেন সোমবার। এরপর আগামীকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তার কাছে রিপোর্ট করবে ফুটবলাররা। কিন্তু সবাই ওইদিনই যোগ দেবে না। আবাহনীর খেলোয়াড়রা বৃহস্পতিবার ও বসুন্ধরার খেলোয়াড়রা শুক্রবার ক্যাম্প শুরু করবে।’ স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা গত ১০ই জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের পর থেকে লম্বা ছুটিতে আছেন। মাঝে জুনের শেষদিকে প্রবাসী খেলোয়াড়দের তিন দিনের ট্রায়াল তদারকির জন্য তিনি ঢাকা ফিরেছিলেন। তবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হতে দেরি থাকায় অল্প সময়ের মধ্যেই ফের বাংলাদেশ ছেড়ে যান। বাংলাদেশ আগামী ৬ ও ৯ই সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে একই সময়ে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্ব থাকায় কাবরেরা বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে পাবেন না। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ডাক পেয়েছেন জাতীয় শেখ মোরসালিন, আল আমিন, মজিবুর রহমান জনি, ফাহামিদুল ইসলাম ও কিউবা মিচেল। তাদের বাদেই নেপাল ম্যাচের প্রস্তুতি সারবেন কাবরেরা। এবিষয়ে আমের খান বলেন,‘আমাদের ক্যাম্প হবে ঢাকাভিত্তিক এবং নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের চার বা পাঁচদিন আগে আমরা কাঠমান্ডুতে যাব। আমাদের একটি পরিকল্পনা তৈরি আছে এবং আমরা সময়মতো জাতীয় দলের খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দিতে ডাকব। তবে অনূর্ধ্ব-২৩ দলে অনেকে থাকায় তাদের সার্ভিস হয়তো এবার আমরা পাবো না।’ আগামী ৯ অক্টোবর এশিয়ান কাপের বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১৪ অক্টোবর ফিরতি ম্যাচে। নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে সবাইকে নিয়ে হংকং মিশনে নামতে চান কাবরেরা।