এবার ২২ গজে যুদ্ধের দামামা!

এবার ২২ গজে যুদ্ধের দামামা!

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ই তুলে নেয় ভারত। গ্রিন ক্যাপদের ৯ উইকেটে দেয়া ১২৮ রানের লক্ষ্যে ২৫ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সূর্যকুমার যাদবরা। তবে ম্যাচের পর যুদ্ধের ঝাঁজ দেখা গেল মাঠেও। জয়ের পর পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে সৌজন্যমূলক করমর্দন ছাড়াই ড্রেসিং রুমে চলে যান দুই অপরাজিত ব্যাটার সূর্য ও শিবম দুবে। ভারতীয়দের এমন আচরণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করে পাকিস্তান। সে মঞ্চেই এবং পরে সংবাদ সম্মেলনেও ভারত অধিনায়ক সূর্য তোলেন পেহেলগাম হামলা প্রসঙ্গ। সবমিলিয়ে দু’দেশের রাজনৈতিক উত্তাপ ছড়ায় ২২ গজেও।

শুধু ম্যাচের পরই নয়, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসের পরও হাত পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে করমর্দন করেননি সূর্য। মূল বিতর্ক জন্ম নেয় ঠিক ম্যাচের পর। ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে সোজা ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন সূর্য ও শিবম। তারা ভেতরে ঢুকে গেলে কেউ একজন দরজা লাগিয়ে দেন, যাতে পাকিস্তানের কেউ তাদের সঙ্গে দেখা করতে না পারেন! পাকিস্তান কোচ মাইক হেসন পরে সংবাদ সম্মেলনে জানান, তার দল হাত মেলাতে প্রস্তুত ছিল। তবে ভারতের কাছ থেকেই সাড়া মেলেনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্ব শেষে সঞ্চালক সঞ্জয় মাঞ্জরেকারের থেকে মাইক্রোফোন চেয়ে পেহেলগ্রাম প্রসঙ্গ তোলেন সূর্য, বলেন, ‘কিছু সময় চেয়ে নেয়ার উপযুক্ত উপলক্ষ এটিই। আমরা পেহেলগামে সন্ত্রাসী হামলার শিকার হওয়া মানুষগুলোর পরিবারের পাশে আছি । তাদের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জয় উৎসর্গ করতে চাই সশস্ত্র বাহিনীর প্রতি, যারা অনেক সাহসিকতার ছাপ রেখেছেন।’

এরপর সংবাদ সম্মেলনে সূর্য স্পষ্টই জানিয়ে দেন যে, হাত না মেলানোর বিষয়টি তাদের আগে থেকেই পরিকল্পিত ছিল। এদিন ৩৫তম জন্মদিনে পা দেয়া সূর্য বলেন, ‘দেখুন, আমি মনে করি জীবনের কিছু বিষয় খেলোয়াড়সুলভ মানসিকতার চেয়েও বড়। আমাদের সরকার ও বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) আমরা সবাই একসঙ্গে এ সিদ্ধান্ত (হাত না মেলানো) নিয়েছিলাম। আমরা এখানে শুধু ওদের বিপক্ষে খেলতে এসেছি এবং উচিত জবাব দিয়েছি।

তিনি আরও বলেন, ‘আমি পুরস্কার বিতরণীতেও বলেছি যে, আমরা পেহেলগামে সন্ত্রাসী হামলায় সব ভুক্তভোগীর পাশে আছি। তাদের পরিবারের সঙ্গে আমাদের সংহতি আছে।’
এ ঘটনায় হতাশা প্রকাশ করেন পাকিস্তান কোচ মাইক হেসন। ভারতীয়দের হাত না মেলানোর কারণেই তারা পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করে জানিয়ে তিনি বলেন, ‘ম্যাচ শেষে আমরা সবাই হাত মেলানোর জন্য প্রস্তুত ছিলাম। তবে প্রতিপক্ষ সে সৌজন্য দেখায়নি, যা আমাদের হতাশ করেছে। আমরা হাত মেলাতে ওদের দিকে এগিয়ে গিয়েছিলাম, তবে তারা ড্রেসিংরুমে চলে যাচ্ছিল। এভাবে খেলা শেষ হওয়াটা হতাশাজনক ছিল। আমরা আমাদের পারফরম্যান্স নিয়েও হতাশ। তবে আমরা হাত মেলাতে প্রস্তুত ছিলাম।’

ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘন্টা পর নিজেদের বিবৃতিতে ভারতের এ পদক্ষেপকে খেলার চেতনার বিরোধী বলে উল্লেখ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ জানানোর কথা বলা হয়। টসের সময় নাকি তিনিই দুই অধিনায়ককে হাত না মেলাতে অনুরোধ করেন।

এর আগে টসে জিতে আগে ব্যাটিং করা পাকিস্তান নিয়মিত উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায়। শাহিন শাহ আফ্রিদির শেষদিকে ১৬ বলে ৩৩ রানের ক্যামিওতে দলীয় শতরান পার করে পাকিস্তান। রান তাড়ায় ভারতকে ঝড়ো শুরু এনে দিয়ে অভিষেক শর্মা ফেরেন ১৩ বলে ৩১ রানের ইনিংসে। বাকি কাজটা সারেন সূর্য (৪৭*) ও শিবম (১০*)। মাঝে ৩১ রানের অবদান রাখেন তিলক বর্মা।