বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরের স্পট ফিক্সিং নিয়ে স্বাধীন তদন্ত কমিটি এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়নি। তবে গণমাধ্যম সে প্রতিবেদনের চুম্বক অংশ প্রকাশ হয়েছে, যাতে ফিক্সিংয়ের সঙ্গে একাধিক ফ্র্যাঞ্চাইজির জড়িত থাকার কথা উঠে এসেছে। অভিযুক্ত ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে রয়েছে চিত্রনায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসও।
এমন পরিস্থিতিতে ফিক্সিং ইস্যুতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দলটি। নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তারা বলেছে, ‘সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বিপিএল তদন্ত সংক্রান্ত খবরে কথিত স্পট ফিক্সিংয়ে ঢাকা ক্যাপিটালসসহ আরও দুইটি ফ্র্যাঞ্চাইজির সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত বলা হলেও, একই প্রতিবেদনের পরবর্তী লাইনে উল্লেখ করা হয়েছে যে অধিকতর তদন্তে পুরোপুরি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের ফ্র্যাঞ্চাইজি না দেওয়ার সুপারিশ থাকবে।’