মিশরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের শঙ্কার ছায়া ম্যান সিটিতে
ম্যাচের তখন ১০ মিনিটও হয়নি। শক্ত একটি চ্যালেঞ্জের পর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন ওমার মার্মুশ। হাজার মাইল দূরে কোথাও খবরটি জেনে নিশ্চয়ই চিন্তার ভাঁজ পড়ল ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলার কপালে!
বিশ্বকাপ বাছাইয়ে বুর্কিনা ফাসোর বিপক্ষে ম্যাচের নবম মিনিটেই হাঁটুর লিগামেন্টের চোটে পড়েন মার্মুশ। মিশরের ফরোয়ার্ড এরপর আর মাঠে থাকতে পারেননি।
ম্যাচের পর মিশরের দলীয় চিকিৎসক মোহামেদ আবু এল-এলা জানান, মার্মুশের হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। বুধবার সকালে কায়রোতে ফিরে এক্স-রে করানোর পর ২৬ বছর বয়সী ফরোয়ার্ডের চোটের মাত্রা বোঝা যাবে।
এমনিতেই বেশ কজন ফুটবলারের চোটে অসহায় অবস্থায় থাকা ম্যানচেস্টার সিটির জন্য এটি বড় এক ধাক্কা। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সিটির তিনটি ম্যাচেই খেলেছেন মার্মুশ। প্রথম ম্যাচে বদলি হিসেবে মাঠে নামলেও পরের দুটিতে তিনি ছিলেন শুরুর একাদেশ। সামনের পথচলায়ও এই ফরোয়ার্ডকে মনে করা হচ্ছে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের একজন।
মার্মুশ আঘাত পেলেও বুর্কিনা ফাসোর মাঠে গোলশূন্য ড্র করে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পথে আরও এক ধাপ এগিয়েছে মিশর। ‘এ’ গ্রুপে দুই ম্যাচ বাকি থাকতে শীর্ষে আছে তারা, দুইয়ে থাকা বুর্কিনা ফাসো পিছিয়ে আছে ৫ পয়েন্টে।
অতি নাটকীয় কিছু না হলে এবার চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলবে মিশর। এর আগে তারা খেলেছে ১৯৩৪, ১৯৯০ ও সবশেষ ২০১৮ বিশ্বকাপে।