লিভারপুলকে হারিয়েছে ক্রিস্টাল প্যালেস জিতেছে কমিউনিটি শিল্ড ট্রফি

ক্রিস্টাল প্যালেসের ইতিহাস, শ্বাসরুদ্ধকর ম্যাচে লিভারপুলের হার

মৌসুমের শুরুর দিনটাই ছিল রোমাঞ্চে ঠাসা। নাটকীয় এক ম্যাচের সাক্ষী হলো ওয়েম্বলি স্টেডিয়াম। যেখানে টান টান উত্তেজনার ম্যাচে লিভারপুলকে হারিয়েছে ক্রিস্টাল প্যালেস, জিতেছে কমিউনিটি শিল্ড ট্রফি।

রোববার রাতে পর্দা উঠে ইংলিশ ফুটবলের নতুন মৌসুমের। কমিউনিটি শিল্ড ট্রফির লড়াইয়ে মুখোমুখি হয় লিভারপুল ও ক্রিস্টাল প্যালেস। যেখানে টাইব্রেকারে ৩-২ গোলে জিতে ইতিহাস গড়ে প্যালেস।

জমজমাট লড়াই শেষে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ গোলের সমতায়। অতিরিক্ত সময় না থাকায় ম্যাচ চলে যায় সরাসরি টাইব্রেকারে। আর সেখানেই বাজিমাত করে এফএ কাপ চ্যাম্পিয়নরা।

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে ক্রিস্টাল প্যালেস জিতে নিয়েছে নিজেদের ইতিহাসে প্রথম কমিউনিটি শিল্ড। জয়ের নায়ক গোলরক্ষক ডিন হেন্ডারসন।

এদিন ম্যাচের শুরুতেই স্মরণ করা হয় সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা দিয়োগো জটা ও তার ভাই আন্দ্রেকে। শোককে শক্তিতে রূপান্তর করে ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় অলরেডরা।

বাম প্রান্ত দিয়ে আক্রমণে উঠে উইর্টজের দারুণ অ্যাসিস্টে গোল করেন একিতিকে। যদিও এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিভারপুল। ১৭তম মিনিটে স্পট কিক থেকে সমতা টানেন জ্যঁ ফিলিপ মাতেতা।

লিভারপুলের ডি-বক্সে ভার্জিল ফন ডাইকের ফাউলে ইসমাইল সার পড়ে যান। আর তাতেই পেনাল্টি পায় ক্রিস্টাল প্যালেস। আর গোল আদায় করে নিতে ভুল হয়মি মাতেতার।

চার মিনিট পর আরেক নতুন খেলোয়াড় জেরেমি ফ্রিমপংয়ের নৈপুণ্যে এগিয়ে যায় লিভারপুল। দমিনিক সোবোসলাইয়ের পাস পেয়ে গোলটি করেন এই ডাচ ডিফেন্ডার।

বিরতির আগে বাকি সময়েও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল লিভারপুলের কাছে, তবে প্রথমার্ধে ব্যবধান আর বাড়াতে পারেনি আর্নে স্লটের দল। বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল লিভারপুলের দখলে।

তবে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়ে পরপর বেশ কয়বার আক্রমণে যায় ক্রিস্টাল। কিন্তু কাছাকাছি গিয়েও গোল পেতে ব্যর্থ হয় তারা। তবে শেষ পর্যন্ত অবশ্য নিরাশ হতে হয়নি ক্রিস্টালকে।

ম্যাচের ৭৭ মিনিটে গোল করে ম্যাচে ফের সমতা ফেরান ইসমাইলা সার। স্কোর তখন ২-২। এরপর দুই দল চেষ্টা করেও আর গোল করতে পারেনি, ম্যাচ চলে যায় টাইব্রেকারে।

শক্তির বিচারে যদিও ঢের এগিয়ে লিভারপুল, ইংলিশ ফুটবলের শীর্ষ লিগের রেকর্ড চ্যাম্পিয়ন তারা, বর্তমান শিরোপাধারীও। কিন্তু টাইব্রেকারে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারেনি দলটি।

শুটআউটের শুরুটা ভীষণ বাজে হয় লিভারপুলের, প্রথম শট নিতে এসে উড়িয়ে মারেন মোহামেদ সালাহ। আর তৃতীয় ও চতুর্থ শট নেয়া ম্যাক আলিস্টার ও হার্ভি এলিয়টের শট রুখে দেন ডিন হেন্ডারসন।

জবাবে লিভারপুলের আলিসন এবেরেচি এজে ও বোর্না সোসার শট ঠেকিয়ে দলের আশা শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখলেও শেষ শট জালে পাঠিয়ে প্যালেসকে উচ্ছ্বাসে ভাসান জাস্টিন ডেভেনি।

প্রথমবারের মতো এক ম্যাচের এই ট্রফির লড়াইয়ে খেলার সুযোগ পেয়েই বাজিমাত করল ক্রিস্টাল প্যালেস। গড়লো ইতিহাস।