রেকর্ড দ্বিতীয়বার ইয়াসিন ট্রফি দোন্নারুম্মার পিএসজি’র ‘ব্যথা’ শুনিয়ে নতুন রোমাঞ্চের অপেক্ষা

রেকর্ড দ্বিতীয়বার ইয়াসিন ট্রফি দোন্নারুম্মার পিএসজি’র ‘ব্যথা’ শুনিয়ে নতুন রোমাঞ্চের অপেক্ষা

প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে শেষ মৌসুমটা দুর্দান্ত খেলেছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। ফরাসি জায়ান্টদের হয়ে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন এ ইতালিয়ান গোলকিপার। সোমবার রাতে ব্যালন ডি’অর অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো জিতেছেন লেভ ইয়াশিন ট্রফি। আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বর্ষসেরা গোলকিপারের পুরস্কার পেলেন দোন্নারুম্মা। ট্রফি হাতে নিয়ে পিএসজি ছাড়ার আক্ষেপের বিষয়ে আরেকবার কথা বললেন তিনি। ২০২৪-২৫ মৌসুমে পিএসজি’র ঐতিহাসিক ট্রেবল জয়ের পেছনে অনবদ্য ভূমিকা রাখেন ২৬ বছর বয়সী দোন্নারুম্মা। ফরাসি ক্লাবটির হয়ে চার বছরের পথচলায় চারটি লীগ শিরোপাসহ জেতেন সাকুল্যে ১০টি ট্রফি। তবুও নতুন মৌসুমে কোচের ভরসার জায়গা হতে পারেননি এ ইতালিয়ান গোলকিপার। নানা ঘটনাপ্রবাহের পর অবশেষে প্রিয় আঙিনা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমিয়েছেন তিনি।
বুকে এক প্রকার পাথর চাপা দিয়েই যেভাবে পিএসজি ছাড়লেন, সে বিষয়ে ইতিমধ্যে বেশ কয়েকবার কথা বলেছেন দোন্নারুম্মা। ইয়াশিন ট্রফি জয়ের পর মঞ্চেই তাকে আরেকবার একই প্রশ্ন করা হলো, তিনি প্যারিসিয়ানদের পরিচয়েই থাকতে চেয়েছিলেন কিনা। প্যারিসের থিয়েটার অব দ্য ক্যাসেলে প্রায় দুই হাজার মানুষের সামনে অকপটেই সব স্বীকার করেন নিলেন দোন্নারুম্মা, বলেন, ‘হ্যাঁ, থাকতে চেয়েছিলাম... এত ইতিবাচক কিছুর মধ্যদিয়ে যখন যাচ্ছি, দারুণ সব বন্ধুদের সঙ্গে এত আনন্দমুখর সময় কাটাচ্ছি, এরপর এমন (ক্লাব ছাড়ার) বিষয়টি খুবই কঠিন।’ কেন পিএসজিতেই থাকতে চাচ্ছিলেন, সে বিষয়ে চ্যাম্পিয়নস লীগ জয়ীদের সাবেক গোলকিপার আরও বলেন, ‘পরিবর্তন সবসময় খুব কঠিন। আমি পিএসজিতে ভিত খুঁজে পেয়েছিলাম, সত্যিকার অর্থেই অসাধারণ সমর্থক, দুর্দান্ত সব খেলোয়াড়, স্টাফ, কোচ, ক্রীড়া পরিচালক, ক্লাব সভাপতি... সবই দারুণ ছিল। এজন্য আমি সেখানে থাকতে চেয়েছিলাম।’
গ্রীষ্মের দলবদলে দোন্নারুম্মা বেছে নেন ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যান সিটিকে। পাঁচ বছরের চুক্তিতে পেপ গার্দিওলার সান্নিধ্যে গিয়ে ইতিমধ্যে নতুনভাবে শুরুও করে দিয়েছেন দোন্নারুম্মা। ইত্তিহাদে পাড়ি জমিয়ে পরিবারের মতোই অভ্যর্থনা পেয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘এটিও সত্যি যে, আরেকটি অসাধারণ ক্লাব আমি খুঁজে পেয়েছি। এখানেও দারুণ সব খেলোয়াড়রা আছে এবং তারা আমাকে বিশাল এক পরিবারের মতোই স্বাগত জানিয়েছে। আমার কাছে এটি খুব গুরুত্বপূর্ণ।’
ব্যালন ডি’অরে ২০১৯ থেকে প্রদান করা হচ্ছে বর্ষসেরা গোলকিপারের পুরস্কার লেভ ইয়াশিন ট্রফি। পুরস্কারটির নামকরণ হয় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কিংবদন্তি গোলকিপার লেভ ইয়াশিনের নামে। প্রথমবার এটি জেতেন ব্রাজিলের আলিসন বেকার। পরের বছর করোনা মহামারিতে অনুষ্ঠান বাতিল হয়ে যায়। ২০২১-এ প্রথমবার এ ট্রফি জেতেন দোন্নারুম্মা। পরের বছর পান বেলজিয়ামের থিবো কর্তোয়া। ২০২৩ ও ২০২৪-এ টানা দু’বার জেতেন মার্টিনেজ।