আলতাই বায়িন্দির ভুলে এই গোল হজম করে ম্যানচেস্টার ইউনাইটেড। ছবি: রয়টার্স

আর্সেনালের বিপক্ষে ভুল করা গোলরক্ষকের পাশে আমুরি

মূল গোলরক্ষক আন্দ্রে ওনানা ফিট থাকার পরও আর্সেনালের বিপক্ষে গোলপোস্ট সামলানোর সুযোগ পেয়েছিলেন আলতাই বায়িন্দির। কিন্তু শুরুতেই একটি ভুল করে বসেন তিনি। সেখান থেকে হওয়া গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। এতে স্বাভাবিকভাবে সমালোচনার মুখে পড়েছেন তুরস্কের এই গোলরক্ষক। কঠিন সময়ে কোচ হুবেন আমুরিকে অবশ্য পাশেই পাচ্ছেন তিনি।

হ্যামস্ট্রিং চোটের কারণে এবার গোটা প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে মাঠের বাইরে ছিলেন ওনানা। গত সপ্তাহে অনুশীলনে ফেরার পর প্রিমিয়ার লিগে দলের প্রথম ম্যাচে রোববার আর্সেনালের বিপক্ষে খেলার জন্য ফিট ছিলেন ক্যামেরুনের এই গোলরক্ষক। তবে আমুরি আস্থা রাখেন বায়িন্দির প্রতি।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ত্রয়োদশ মিনিটে ২৭ বছর বয়সী এই গোলরক্ষকের একটি ভুলে এগিয়ে যায় আর্সেনাল। প্রতিপক্ষের কর্নার ফিস্ট করে ক্লিয়ারের চেষ্টা করতে গিয়ে সামনে থাকা আর্সেনালের উইলিয়াম সালিবার বাধায় কাজটা করতে পারেননি তিনি, তার হাতে লেগে যাওয়া বল দূরের পোস্টে হেডে জালে পাঠান রিকার্দো কালাফিওরি। শেষ পর্যন্ত ১-০ গোলে হারে ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বায়িন্দির পাশে দাঁড়ান আমুরি। ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগে নতুন গোলরক্ষক কেনার প্রয়োজনীয়তা নেই বলেও মনে করেন ইউনাইটেড কোচ।

“তিন গোলরক্ষককে নিয়ে আমি খুশি। সে (বায়িন্দির) বল ধরার চেষ্টা করেছিল, কিন্তু তাকে ধাক্কা দেওয়া হয়েছে। খেলা দেখার সময় আমার তাই মনে হয়েছে।”

দলের সঙ্গে মাত্র তিনটি সেশন অনুশীলন করলেও ওনানা এই ম্যাচে খেলার জন্য ফিট ছিল বলে জানালেন আমুরি। যদিও তিনি দল ঘোষণার সময় তাকে স্কোয়াডে রাখেননি। তবে ২৯ বছর বয়সী এই গোলরক্ষককে বাদ দেওয়া হয়নি বলেই দাবি কোচের।

“ওনানাকে দল থেকে বাদ দেইনি। এটা ওনানাকে বাদ দেওয়ার ঘটনা নয়… টম (হিটন) ও বায়িন্দির, প্রাক-মৌসুমে তারা ভালো কাজ করেছে।”

পরের ম্যাচে আগামী ২৪ অগাস্ট ফুলহ্যামের মাঠে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড।