‘নতুন অ্যাডভেঞ্চারে’ প্রথমবার জার্মান ফুটবলে এরিকসেন
নেদারল্যান্ডস, ইতালি ও ইংল্যান্ডের ফুটবলে ছাপ রেখে এবার নতুন আঙিনায় পা রাখছেন ক্রিস্তিয়ান এরিকসেন। ডেনমার্কের ফুটবলার প্রথমবার নামবেন জার্মান ফুটবলে ছাপ রাখার লড়াইয়ে ।
ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায় শেষ হওয়ার পর এরিকসেনের নতুন ঠিকানা ভলফসবুর্গ। বুন্ডেসলিগার ক্লাবটির সঙ্গে ৩৩ বছর বয়সী মিডফিল্ডারের চুক্তি দুই বছরের।
নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে তর সইছে না অভিজ্ঞ এই মিডফিল্ডারের।
“বুন্ডেসলিগায় আমার প্রথম ক্লাব ভলফসবুর্গ। নতুন এই অ্যাডভেঞ্চারের জন্য সত্যি বলতে আমি মুখিয়ে আছি। আমি নিশ্চিত, ভলফসবুর্গে আমরা একসঙ্গে কিছু অর্জন করতে পারব। ক্লাবের কর্তাদের সঙ্গে আলোচনা ছিল খুব ফলপ্রসূ। ডেনমার্ক জাতীয় দলের কয়েকজন পরিচিত মুখ এখানে থাকাটাও আমাকে আকর্ষণ করেছে প্রস্তাবটি লুফে নিতে।”
আয়াক্সের যুব দল হয়ে ২০১০ সালে ডাচ ক্লাবটির হয়ে পেশাদার ফুটবলে পা রাখেন এরিকসেন। ২০১৩ সালে তিনি চলে যান টটেনহ্যাম হটস্পারে। ক্যারিয়ারের বেশির ভাগ সময় কাটিয়েছেন এই ক্লাবেই। ২০২০ সালে তিনি পাড়ি জমান ইন্টার মিলানে।
ইতালিতে খুব বেশি সময় অবশ্য থাকতে পারেননি। ২০২২ সালে ব্রেন্টফোর্ডের হয়ে আবার চলে আসেন ইংলিশ ফুটবলে। ওই বছরই নাম লেখান ম্যানচেস্টার ইউনাইটেডে।
ওল্ড ট্র্যাফোর্ডে তার চুক্তির মেয়াদ শেষ হয় গত মৌসুমে। এরপর ফ্রি এজেন্ট হয়ে নতুন আশ্রয় খুঁজছিলেন তিনি। সেই পথই তাকে নিয়ে গেল জার্মানিতে।
ডেনমার্ক জাতীয় দলের হয়ে গত ১৫ বছরে রেকর্ড ১৪৪টি ম্যাচ খেলেছেন এরিকসেন। ২০২১ ইউরোতে মাঠে তার কার্ডিয়াক অ্যারেস্টের ঘটনা নাড়া দিয়েছিল গোটা ফুটবলবিশ্বকে। ক্যারিয়ার শেষ হওয়ার শঙ্কা থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তিনি ছুটে চলেছেন এখনও।