ভারত, নিউজিল্যান্ড সিরিজে খেলছেন না কামিন্স, শঙ্কায় অ্যাশেজও

ভারত, নিউজিল্যান্ড সিরিজে খেলছেন না কামিন্স, শঙ্কায় অ্যাশেজও

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজের পর সব ধরণের ক্রিকেট থেকে দূরে আছেন প্যাট কামিন্স। গত জুলাইয়ে লাল বলের সিরিজের পর ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও দেখা যায়নি অস্ট্রেলিয়ার তারকা পেসারকে। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার দিন আজ জানা গেল, পিঠের চোটে ভুগছেন কামিন্স। নিউজিল্যান্ড ও পরে ভারতের বিপক্ষে তো খেলতে পারবেনই না, শঙ্কা রয়েছে অ্যাশেজে খেলা নিয়েও।

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকেই পিঠে স্বস্তি পাচ্ছিলেন না অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক কামিন্স। তবে তখন সেটিকে গুরুতর মনে করা হয়নি। সোমবার রুটিন পরীক্ষায় তার হাড়ে স্ট্রেস ধরা পড়ে। ভালো খবর হচ্ছে, স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে স্ট্রেসের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করা হলে তা স্ট্রেস ফ্র্যাকচারে রূপ নিতে পারে। শঙ্কাটা এখানেই। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বলে, ‘পরিকল্পিত বিশ্রামের পরও ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সফরের পর কামিন্সের পিঠের নিচে ব্যথা ছিল। আরও পরীক্ষা-নিরীক্ষায় লাম্বার বোন স্ট্রেস ধরা পড়েছে, যা আগামী কয়েক মাসে নিয়ন্ত্রণে রাখতে হবে।’ ৩২ বছর বয়সী ফাস্ট বোলার কামিন্স ঠিক কবে নাগাদ ফিরতে পারবেন, সে ব্যাপারে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। তবে নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলির আশা, ২১শে নভেম্বর অ্যাশেজের প্রথম ম্যাচ পার্থ টেস্টেই খেলতে পারবেন কামিন্স। বেইলি বলেন, ‘এখনও আমাদের হাতে যথেষ্ট সময় আছে। আমরা নিশ্চিত যে প্রথম টেস্টেই প্যাট পুরোপুরি সুস্থ থাকবেন।’

স্ট্রেস ফ্র্যাকচারের সঙ্গে কামিন্সের পরিচয় পুরনো। ২০১১তে লাল বলে অভিষেকের পর এ চোটে পড়েই দীর্ঘ ছয় বছর আর এ সংস্করণে খেলতে পারেননি তিনি। ২০১৭তে টেস্টে ফেরার পর এ ধরণের কিংবা বড় কোনো চোটে তিনি পড়েননি। তবে কামিন্সকে নিয়ে কোনো ধরণের ঝুঁকি নিতে চায় না অস্ট্রেলিয়া। কিউইদের বিপক্ষে আগামী মাসের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা। পরে অক্টোবরের মাঝামাঝিতে ভারতের বিপক্ষে রয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। নিশ্চিতভাবেই সিরিজগুলোতে খেলা হচ্ছে না কামিন্সের।

নিউজিল্যান্ড সিরিজের অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জাভিয়ের বার্লেট, টিম ডেভিড, বেন ডারশিস, জশ হ্যাজেলউইড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, মার্কার স্টয়নিস, অ্যাডাম জাম্পা।