ওমানের বিপক্ষে আরব আমিরাতের সংগ্রহ ১৭২ রান |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

ওমানের বিপক্ষে আরব আমিরাতের সংগ্রহ ১৭২ রান

দুই ওপেনার আলিশান শারাফু ও অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমের জোড়া হাফ-সেঞ্চুরিতে চলমান এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান করেছে সংযুক্ত আরব আমিরাত।

আবু ধাবিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী জুটিতে ৬৬ বলে ৮৮ রান যোগ করেন দুই ওপেনার শারাফু ও ওয়াসিম।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের দশম হাফ-সেঞ্চুরি তুলে ৫১ রানে আউট হওয়ার আগে ৩৮ বলের ইনিংসে ৭টি চার ও ১ টি ছক্কা মারেন শারাফু।

শারাফু ফেরার পর আরব আমিরাতের রানের চাকা সচল রাখেন ওয়াসিম। তৃতীয় উইকেটে মুহাম্মদ জোহাইবের সাথে ২৯ বলে ৪৯ রানের জুটিও গড়েছেন ওয়াসিম।

জোহাইব ১৩ বলে ২১ রান করে আউট হলেও ইনিংসের শেষ ওভারে দলের রান ১৭১ রেখে থামেন ওয়াসিম। ৬টি চার ও ৩টি ছক্কায় ৫৪ বলে ৬৯ রান করেন তিনি।

ডেথ ওভারে ৮ বলে অনবদ্য ১৯ রানের ঝড়ো ইনিংসে আরব আমিরাতকে বড় সংগ্রহ এনে দেন হরষিত কৌশিক। ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান করে আরব আমিরাত।

ওমানের পেসার জিতেন রামানন্দী ২ উইকেট শিকার করেন।