চীনের চেংদুতে চলমান ওয়ার্ল্ড গেমসে প্রতিযোগিতা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন ইতালির অরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া ডেবের্তোলিস। মাত্র ২৯ বছর বয়সী এই ক্রীড়াবিদকে গত শুক্রবার পুরুষদের মিডল ডিস্ট্যান্স ইভেন্টে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে চীনের শীর্ষস্থানীয় একটি চিকিৎসা প্রতিষ্ঠানে নেওয়া হলেও চার দিন পর, মঙ্গলবার, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।
আন্তর্জাতিক অরিয়েন্টিয়ারিং ফেডারেশনের (IOF) প্রেসিডেন্ট টম হোলোয়েল শোকবার্তায় বলেন,“এই অপূরণীয় ক্ষতির বেদনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মাত্তিয়াকে স্মরণে রাখতে বিশ্ব অরিয়েন্টিয়ারিং সম্প্রদায়কে আমি আহ্বান জানাই।”
কী এই অরিয়েন্টিয়ারিং?
অরিয়েন্টিয়ারিং হলো এক ধরনের আউটডোর অ্যাডভেঞ্চার স্পোর্টস, যেখানে প্রতিযোগীরা বিশেষ মানচিত্র ব্যবহার করে নির্দিষ্ট চেকপয়েন্টের সন্ধান করেন। কোনো নির্দিষ্ট পথ নেই—সর্বনিম্ন সময়ে পথ খুঁজে কোর্স সম্পন্ন করাই মূল লক্ষ্য।
কে এই মাত্তিয়া ডেবের্তোলিস?
ডেবের্তোলিস ইতালির জাতীয় অরিয়েন্টিয়ারিং দলের সদস্য ছিলেন এবং একাধিক বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপে অংশ নিয়েছেন। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের রিলে ইভেন্টে ইতালি দলের হয়ে পঞ্চম স্থান অর্জন করেছিলেন।
শৈশবে তিনি শুধু অরিয়েন্টিয়ারিং নয়, ক্রস–কান্ট্রি স্কিইং ও ফুটবলেও সক্রিয় ছিলেন। পরবর্তীতে নেভিগেশনের প্রতি ভালোবাসাই তাকে পেশাদার অরিয়েন্টিয়ারিং বেছে নিতে প্রেরণা দেয়। খেলোয়াড়ি জীবনের পাশাপাশি তিনি একজন মেধাবী সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন এবং সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন। স্টকহোমেই তিনি IFK Lidingö ক্লাবের হয়ে খেলতেন। এছাড়া নিজ অঞ্চলের প্রিমিয়েরো ভ্যালিতে পরিবারের হোটেল ব্যবসাতেও সহযোগিতা করতেন।
মাত্র ২৯ বছর বয়সে এমন এক প্রতিশ্রুতিশীল অ্যাথলেটের অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্রীড়া অঙ্গনে।