ইংল্যান্ডে ধর্ষণের অভিযোগ, সাময়িকভাবে পাকিস্তানি ব্যাটারকে বরখাস্ত করলো পিসিবি
সর্বশেষ পাকিস্তান শাহীনসের হয়ে ইংল্যান্ডে সফর করেন পাকিস্তানী ব্যাটার হায়দার আলি। গত সোমবার শেষ হয় এ সিরিজ। তবে এবার ২৪ বছর বয়সী তরুণ ক্রিকেটারের বিরুদ্ধে ওঠে আসে গুরুত্বর অভিযোগ। আর এই ঘটনার পরেই হায়দারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
হায়দার আলির বিরুদ্ধে অপরাধমূলক কাজে জড়িত থাকার তদন্তের বিষয়ে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের সঙ্গে যোগাযোগ করে বার্তা সংস্থা রয়টার্স। এ নিয়ে পুলিশের তরফ থেকে মেইলে বলা হয়, ‘২০২৫ সালের ৪রা আগস্ট সোমবার ধর্ষণের একটি অভিযোগ পাওয়ার পর আমরা ২৪ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছি। অভিযোগ অনুযায়ী ঘটনাটি ঘটে ২৩শে জুলাই ম্যানচেস্টারে। পরবর্তী তদন্তসাপেক্ষে (অভিযুক্ত) সেই ব্যক্তি এখন জামিনে আছেন। ভুক্তভোগীর পাশে আছেন পুলিশ কর্মকর্তারা।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিবৃতিতে জানায়, ‘যুক্তরাজ্যের আইনি প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন ও সম্মান করে পিসিবি এবং এই তদন্তকে নিজস্ব গতিতে চলতে দেয়ার গুরুত্বও স্বীকার করছে। হায়দারকে সাময়িকভাবে নিষিদ্ধ (সাসপেন্ড) করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। যা তাৎক্ষণিকভাবে কার্যকর, এখন থেকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার নিষেধাজ্ঞা থাকবে। আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনে নিজস্ব নীতিমালা অনুযায়ী পিসিবি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।’
ক্রিকবাজের তথ্যমতে হায়দার আলির বিরুদ্ধে অভিযোগটি যৌন শ্লীলতাহানির। জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হলেও তিনি আটক নন বলেও নিশ্চিত করে ম্যানচেস্টার পুলিশ। এর আগে ক্রিকেট পোর্টাল ইএসপিএনক্রিকইনফো প্রতিবেদনে জানায়, যুক্তরাজ্য পুলিশের হেফাজতে নেই হায়দার। তবে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে।
পাকিস্তান জাতীয় দলে ইতোমধ্যেই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলেন হায়দার আলি। দুটি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলেন এ ডানহাতি ব্যাটার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেন দুটি আসর। ২০২২-২৩ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে এক ম্যাচ এবং গত বিপিএলে চিটাগং কিংসের হয়ে ১২টি ম্যাচ খেলেন হায়দার।