শেষ মুহূর্তে গোল করে দলকে জিতিয়ে প্রিমিয়ার লিগে অভিষেক রাঙালেন রিও নুমোহা। ছবি: রয়টার্স

৫ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ১০ জনের নিউক্যাসলকে হারাল লিভারপুল

কী শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ের সাক্ষী হলো সেন্ট জেমস পার্ক। দুটি বড় সুযোগ নষ্টের পর, অ্যান্থনি গর্ডন লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও হাল ছাড়ল না নিউক্যাসল ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন কম নিয়ে লিভারপুলের বিপক্ষে দারুণ লড়াই করল তারা। দুই গোলের ব্যবধান ঘুচিয়ে জাগাল পয়েন্ট পাওয়ার আশা। কিন্তু ৯৬ মিনিটে বদলি নেমে ১০০ মিনিটে গোল করে সব হিসাবনিকাশ বদলে দিলেন লিভারপুলের ১৬ বছর বয়সী ফরোয়ার্ড রিও নুমোয়া।

প্রতিপক্ষের মাঠে সোমবার রাতে প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচটি ৩-২ গোলে জিতেছে লিভারপুল।

রায়ান গ্রাভেনবার্চ ও উগো একিতিকের গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর নিউক্যাসলের ঘুরে দাঁড়ানোর শুরু অধিনায়ক ব্রুনো গিমারাইসের গোলে। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে স্কোরলাইন ২-২ করেন উইলিয়াম ওসুলা। তবে ১১ মিনিট যোগ করা সময়ের দশম মিনিটে গোল করে শিরোপাধারীদের নাটকীয় জয় এনে দেন নুমোয়া।

প্রিমিয়ার লিগে অভিষেকের উপলক্ষটা এর চেয়ে ভালো আর হতে পারত না তার। প্রিমিয়ার লিগের ইতিহাসে তার (১৬ বছর ৩৬১ দিন) চেয়ে কম বয়সে গোল আছে কেবল তিন জনের।

জয় পেলেও এ দিন চেনা চেহারায় দেখা যায়নি লিভারপুলকে। ৬২ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখে গোলের জন্য ৫টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে আর্না স্লটের দল। নিউক্যাসলের ১০ শটের ৩টি লক্ষ্যে ছিল।

ছন্দ পেতে ভুগলেও প্রথম ভালো সুযোগটি পায় লিভারপুল। গ্রীষ্মের দলবদলে ১০ কোটি পাউন্ডের বিনিময়ে অ্যানফিল্ডে নাম লেখানো ফ্লোহিয়ান ভিয়েৎসের ত্রয়োদশ মিনিটে নেওয়া শট দারুণভাবে ফিরিয়ে দেন গোলরক্ষক নিক পোপ।

প্রথম আধা ঘণ্টার শেষ দিকে তিন মিনিটের মধ্যে দুটি সুবর্ণ সুযোগ পান নিউক্যাসলের গর্ডন। প্রথমবার সতীর্থের ক্রসে হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি। পরেরবার কাছ থেকে ঠিকমতো শট নিতে পারেননি এই ইংলিশ উইঙ্গার।

৩৫তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। কোডি হাকপোর পাসে বক্সের বাইরে থেকে গ্রাভেনবার্চের নিচু শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে একটু দিক পাল্টে পোস্টে লেগে জালে জড়ায়।

৪১ ম্যাচের খরা কাটিয়ে প্রিমিয়ার লিগে গোলের দেখা পেলেন নেদারল্যান্ডসের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। লিগে সবশেষ তিনি গোল করেছিলেন ২০২৪ সালের এপ্রিলে, ফুলহ্যামের বিপক্ষে।

লিভারপুল জালের দেখা পেল এই নিয়ে টানা ৩৬টি লিগ ম্যাচে। একই সঙ্গে প্রিমিয়ার লিগে ক্লাব রেকর্ড টানা ২২টি অ্যাওয়ে ম্যাচে গোল করল তারা।

প্রথমার্ধের যোগ করা সময়ে বড় ধাক্কা খায় নিউক্যাসল। লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইককে পেছন থেকে বাজেভাবে ফাউল করেন গর্ডন। ভিএআরে মনিটরে রিপ্লে দেখে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

প্রিমিয়ার লিগে নিউক্যাসলের সবশেষ তিনটি লাল কার্ডের দুটিই দেখলেন গর্ডন। গত বছরের মার্চে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে এই তেতো অভিজ্ঞতা হয়েছিল তার।

প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগে দ্বিতীয়ার্ধের ২৩ সেকেন্ডের মাথায় ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। বক্সে হাকপোর পাসে নিচু শটে লক্ষ্যভেদ করেন একিতিকে।

২৩ বছর বয়সী এই ফরাসি স্ট্রাইকার লিগে দুই ম্যাচে দুটিসহ লিভারপুলের জার্সিতে তিন ম্যাচে গোল করলেন তিনটি।

৫৭তম মিনিটে ব্যবধান কমিয়ে নিউক্যাসলকে লড়াইয়ে রাখেন ব্রুনো গিমারাইস। বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে বক্সে লাফিয়ে হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।

ওই গোল পাওয়ার পর আরও উজ্জীবিত হয়ে আক্রমণ করতে থাকে নিউক্যাসল। সেটিরই সুফল মেলে ৮৮তম মিনিটে। মাঝমাঠের কাছাকাছি থেকে নিউক্যাসল গোলরক্ষক পোপের ফ্রি-কিকে বক্সের বাইরে লিভারপুলের এক ডিফেন্ডারের পিঠে হালকা ছুঁয়ে যাওয়া বল ছুটে গিয়ে জালে পাঠান ওসুলা।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে হাকপোর বদলি হিসেবে নুমোয়াকে নামান লিভারপুল কোচ। দশম মিনিটে মোহামেদ সালাহর পাস বক্সে ফাঁকায় পেয়ে ডান পায়ের শটে জালে পাঠিয়ে উল্লাসে মেতে ওঠেন এই ইংলিশ ফরোয়ার্ড।

দুই ম্যাচের দুটিই জিতে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে আছে লিভারপুল। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে টটেনহ্যাম হটস্পার দুইয়ে ও আর্সেনাল শীর্ষে আছে।