ভিয়েতনাম ম্যাচের বাংলাদেশের অনুপ্রেরণা দীর্ঘ প্রস্তুতি
এশিয়ার মঞ্চে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল কখনোই সেভাবে জ্বলে উঠতে পারেনি। অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের ছয়টি বাছাইপর্ব থেকেই বাজেভাবে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। আরেকটি বাছাইয়ে অতীত ভুলে প্রত্যাশাকে বাস্তবতায় মেলাতে আজ ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই বাছাইয়ের জন্য গত আগস্টের প্রথম দিন থেকে ক্যাম্প শুরু করেন কোচ সাইফুল বারী টিটু। এরপর বাহরাইনে ১২ দিনের ক্যাম্পের সঙ্গে ছিল দুটি প্রস্তুতি ম্যাচ। সবমিলিয়ে দলের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ থেকে বাছাই শুরুর আগে এই প্রস্তুতিই প্রেরণা হবে বলে মনে করেন দলের সহকারী কোচ হাসান আল মামুন। হেড কোচ সাইফুল বারী টিটুর অসুস্থতার কারণে সংবাদ সম্মেলনে হাজির এই কথা বলেন মামুন। তার আশা, ভিয়েতনামের বিপক্ষে দারুণ কিছু করবে বাংলাদেশ।
সৌদি আরবে আগামী বছর হবে মূলপর্ব। বাছাইয়ে বাংলাদেশ আছে ‘সি’ গ্রুপে স্বাগতিক ভিয়েতনাম, ইয়েমেন এবং সিঙ্গাপুরের সঙ্গে। মূলপর্ব হবে ১৬ দলের। ১১ গ্রুপসেরা, চার সেরা রানার্সআপ ও স্বাগতিক সৌদি আরব খেলবে শিরোপা মঞ্চে। তার আজ স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। ৬ই সেপ্টেম্বর প্রতিপক্ষ ইয়েমেন। গ্রুপের শেষ ম্যাচটি ৯ই সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে। প্রতিপক্ষদের শক্তিমত্তা ও নিজেদের প্রস্তুতির নিরিখে আগের ছয়বারের ব্যর্থতা ঘোচানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। এএফসি ২০১৩ সালে প্রথম আয়োজন করে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ। সেই আসরের বাছাইয়ে বাংলাদেশ গ্রুপ থেকে বিদায় নেয় সব ম্যাচ হেরে। ২০১৬ ও ২০১৮ কাপের বাছাইয়েও ঘটে একই ঘটনা। ২০২০ মূলপর্বের বাছাইয়ে বিদায় নিলেও শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপে তৃতীয় হয় তারা। ২০২২ ও ২০২৪ মূলপর্বের বাছাইয়ে অবশ্য আগের অবস্থায় ফিরে যায় বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু হেড কোচ হলেও এই দলটি অনুশীলন চলে সিনিয়র জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার নির্দেশনায়। সেই টিটুই ম্যাচের আগের দিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। দলের ম্যানেজার শাহীন হাসান ভিয়েতনাম থেকে বলেন, ‘আজ (গতকাল) সকাল থেকে কোচ টিটু ভাইয়ের জ্বর ১০৪ ডিগ্রি। সকালে নাস্তা করার সময় তিনি অনুপস্থিত থাকায় আমরা তার রুমে যাই। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর অনেক কষ্টে দরজা খোলেন। জ্বরে পড়ে যাচ্ছিলেন। কিছুক্ষণ পর তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এখন হোটেলে বিশ্রামে আছেন।’ টুর্নামেন্টের আগেরদিন প্রেস কনফারেন্স হয়। সেখানে প্রধান কোচ থাকা বাধ্যতামূলক। টিটুর শারীরিক পরিস্থিতি এএফসিকে জানিয়েছেন শাহিন। এবিষয়ে তিনি বলেন, ‘হেড কোচের অসুস্থতার জন্য সহকারী কোচ সংবাদ সম্মেলনে থাকবে এটা আমি ম্যানেজার মিটিংয়ে বলেছি। তার অসুস্থতার জন্য অনুশীলন করিয়েছেন সহকারী কোচ।’ ম্যাচের আগের দিন দলের প্রস্তুতি ও প্রত্যাশা নিয়ে সহকারী কোচ হাসান আল মামুন বলেন, ‘কোয়ালিফাই করার বাস্তবিক সুযোগ আছে। প্রথম ম্যাচটা দেখে বোঝা যাবে কীভাবে এগোবো। আমরা এখন প্রথম ম্যাচ নিয়ে ভাবছি। আজ স্বাগতিকদের হারাতে পারলে এরপর সিঙ্গাপুর ও ইয়েমেনের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাববো। এবার আত্মবিশ্বাস আছে দল অনেক ভালো করবে।’ তবে ভিয়েতনামকে হারানো মোটেও সহজ হবে না বলেই মনে করছে দল। শক্তিমত্তা বা র্যাঙ্কিং, সব কিছুতেই এগিয়ে ভিয়েতনাম। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৪তম। বিপরীতে ভিয়েতনাম আছে ১১৩ নম্বরে। ৭১ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে অবশ্য নিজেদের ভালো প্রস্তুতিকে এগিয়ে রাখছেন বাংলাদেশ দলের এই সহকারী কোচ। পাশাপাশি তাকে ভরসা যোগাচ্ছেন চার প্রবাসী ফুটবলার। আগেই দলের সঙ্গে আছেন কিউবা মিচেল, ফাহমিদ সালিক ও জায়ান আহমেদ। গতকাল ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিয়েছেন ফাহমিদুল ইসলাম। দলের সঙ্গে দেরিতে যোগ দেয়াতে ভিয়েতনাম ম্যাচে ফাহমিদুলের সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ।