ফ্লাইট বিপর্যয়ে বাংলাদেশ দল

ফ্লাইট বিপর্যয়ে বাংলাদেশ দল

নেপালের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলতে আজ কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। দুপুর দেড়টায় বিজি ৩৭১ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল। জাতীয় দলের ফুটবলার ও কোচিং স্টাফরা নির্ধারিত সময়ে আগেই ইমগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বিমানে ওঠার অপেক্ষায় ছিলেন। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিপর্যয়ে ভোগান্তির মুখে পড়তে হয়েছে জাতীয় দলকে। ফ্লাইট ছাড়ার নতুন সময় নির্ধারিত হয়েছে সন্ধ্যা ৭টায়।