ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন কিংসের গ্রুপে মোহামেডান
দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনীর আসছে ফেডারেশন কাপের গ্রুপ পর্বের পথচলা হতে যাচ্ছে দুই রকম। মোহামেডান পড়েছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের গ্রুপে। তুলনামূলকভাবে মসৃণ পথ পেয়েছে গতবারের রানার্সআপ আবাহনী।
বাফুফে ভবনে শনিবার ড্র অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনীর সাথে ‘এ’ গ্রুপে আছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।
এই গ্রুপে ব্রাদার্স ইউনিয়ন প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন, সবশেষ গোপীবাগের দলটি এই শিরোপার স্বাদ পেয়েছিল ২০০৫ সালে। রহমতগঞ্জ দুইবারের রানার্সআপ, সবশেষ ২০২১-২২ মৌসুমে।
‘বি’ গ্রুপে কিংস ও মোহামেডানের সাথে আছে ফর্টিস এফসি, বাংলাদেশ পুলিশ এফসি ও আরামবাগ ক্রীড়া সংঘ। সর্বোচ্চ শিরোপায় জয়ের তালিকায় আবাহনীর পেছনেই আছে মোহামেডান, ১১টি। কিংস এ পর্যন্ত এই ট্রফি চারবার ঘরে তুলেছে।
এই গ্রুপে দলগুলোর মধ্যে ফেডারেশন কাপের তিনবার ফাইনালে উঠে আশা জাগিয়েও পারেনি আরামবাগ, সবশেষ ২০১৬ সালে তারা হেরেছিল আবাহনীর কাছে।
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফেডারেশন কাপের এবারের আসর।
এদিনের ড্র অনুষ্ঠানে গত মৌসুমে আলো ঝলমলে পারফরম করা ফুটলারদের মধ্যে পুরষ্কারও বিতরণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২০২৪-২৫ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা গোলকিপার হয়েছেন আবাহনীর মিতুল মার্মা। সর্বোচ্চ গোলাদাতার পুরস্কার বুঝে পেয়েছেন রহমতগঞ্জের স্যামুয়েল বোয়াটেং। লিগের সেরা খেলোয়াড় হয়েছেন মোহামেডানের শিরোপা জয়ের কারিগর সুলেমানে দিয়াবাতে। সেরা কোচ আলফাজ আহমেদ।