শ্রীলঙ্কান কিউরেটর গামিনী |ইন্টারনেট

মিরপুরের ‘ডন’ কে রাজশাহী পাঠাল বিসিবি

অবশেষে গামিনীকে নিয়ে বড় পদক্ষেপ নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মন্থর উইকেটের কারণে বার বার সমালোচিত হওয়া এই শ্রীলঙ্কান কিউরেটরকে সরিয়ে দেয়া হয়েছে মিরপুর থেকে।

২০১০ সাল থেকে বিসিবির প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন গামিনী। প্রায় দেড় দশক ধরে তার হাতেই ছিল মিরপুরের উইকেট তৈরির দায়িত্ব। হয়ে উঠেছিলেন অলিখিত ‘ডন’।

যদিও এই সময়ে বার বার সমালোচনার মুখে পড়তে হয় তাকে। মানহীন মন্থর উইকেট তো আছেই, মাঠ কর্মীদের সাথে বাজে ব্যবহার, ক্রিকেটারদের অনুশীলন করতে না দেয়া-সহ অনেক বিতর্কের জন্ম দেন তিনি।

ক্রিকেটারকে মাঠ থেকে বের করে দেয়া, এমনকি তারকা ক্রিকেটারকে জাতীয় দল থেকে বাদ করে দেয়ার হুমকির অভিযোগও উঠে তার নামে। মিরপুরে তিনি যেন পরোয়া করতেন না কাউকেই।

এমনকি ক্রিকেট বোর্ডে বদল আসলেও পরিবর্তন আসেনি গামিনীর পদে। অবশেষে কঠিন এই কাজটাই করলেন আমিনুল ইসলাম বুলবুল। মিরপুর থেকে উচ্ছেদ করেছেন এই অলিখিত ‘ডনকে।’

সবশেষ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে উইকেট বানিয়ে বিপাকে পড়েন গামিনী। সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ-অধিনায়ক সরাসরি প্রশ্ন তুলেছেন মিরপুরের উইকেট নিয়ে।

এরপরই মূলত নড়েচড়ে বসে বিসিবি। ক’দিন আগে আনা হয় অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংকে। দেশে পা রাখার পর থেকেই মিরপুরের উইকেট নিয়ে কাজ করছেন তিনি। তখন আবার ছুটিতে পাঠানো হয় গামিনীকে।

ছুটি শেষে দেশে ফেরার পরই আসে বিসিবি’র এই সিদ্ধান্ত। তাকে মিরপুর থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনা নিয়েছে তারা। তাকে বদলি করা হচ্ছে রাজশাহীতে। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে যোগ দেয়ার কথা রয়েছে গামিনীর।

আর মিরপুরের দায়িত্ব দেয়া হয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত পিচ কিউরেটর টনি হেমিংয়ের হাতে। যদিও তিনি শুধু মিরপুরের উইকেট নিয়ন্ত্রণই করবেন না, স্থানীয় কিউরেটরদের আধুনিক প্রশিক্ষণ দেয়ার দায়িত্বও পেয়েছেন।

যাই হোক, দীর্ঘ ১৫ বছর পর হাত বদলের ফলে মিরপুরের উইকেট এখন কতটা বদলায়, সেটা দেখারই অপেক্ষায় সবাই।