শুধু বাংলাদেশ নয়, অন্যদেরও ভালো খেলা উপহার দিতে চান লঙ্কান অধিনায়ক
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। হংকং ম্যাচের পর টাইগারদের এটি দ্বিতীয় ম্যাচ। বর্তমানে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। বিষয়টি স্বীকার করে নিয়ে অন্যান্য দলগুলোর বিপক্ষেও ভালো খেলা উপহার দেয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
সংবাদ সম্মেলনে গতকাল আসালাঙ্কা বলেন, ‘আমার মতে, আমরা সবাই জানি যে তারা (বাংলাদেশ) এই মুহূর্তে সত্যিই ভালো করছে এবং আমরা তাদের বিপক্ষে শ্রীলঙ্কায় সিরিজ হেরে গেছি। আমি মনে করি, সিরিজ হারলেও আমরা এখন পর্যন্ত ভালো ক্রিকেট খেলেছি। আমরা কেবল আমাদের মূল বিষয়গুলো ও পরিকল্পনাগুলো সঠিকভাবে অনুসরণ করতে এবং ভালোভাবে কার্যকর করতে চাই।’ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের উত্তেজনা নিয়ে লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমি আসলে মনে করি ভক্তদের জন্য এটি একটি রাইভালরি এবং আমাদের খেলোয়াড়দের জন্য ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই। আমরা শুধু বাংলাদেশকে নয়, অন্যান্য দেশগুলোকেও ভালো খেলা উপহার দিতে চাই।’
আবু ধাবিতে আজ ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে ৭ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।