রোনালদোর রেকর্ড ছোঁয়ার ম্যাচে পর্তুগালের দুইয়ে দুই
ম্যাচের শুরুটা প্রত্যাশিত হলো না। তবে ধাক্কা সামলে ঠিকই ঘুরে দাঁড়াল পর্তুগাল। রেকর্ড ছোঁয়া গোলে দলকে প্রথমবার এগিয়ে নিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। আচমকা আরেক গোলে অসাধারণ কিছুর সম্ভাবনা জাগায় হাঙ্গেরি। তবে জোয়াও কান্সেলোর শেষের নৈপুণ্যে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ল পর্তুগিজরা।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে পর্তুগাল। বিজয়ীদের আরেক গোলদাতা বের্নার্দো সিলভা।
প্রত্যাশিতভাবেই প্রথম মিনিট থেকে পজেশন রাখায় আধিপত্য দেখা যায় পর্তুগালের। তবে এই সময়ে গোলের জন্য কেবল একটি শটই নিতে পারে তারা, সেটাও লক্ষ্যভ্রষ্ট। ছয় গজ বক্সের মুখে রোনালদো একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু বল ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি।
গত জুনে উয়েফা নেশন্স লিগ জয়ী পর্তুগালকে হতভম্ব করে ২১তম মিনিটে এগিয়ে যায় হাঙ্গেরি। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে হেডে গোলটি করেন বার্নাবাস ভার্গা।
তার হেডের মুহূর্তে গোলরক্ষক দিয়োগো কস্তা হয়তো কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন; বল আটকানোর কোনো চেষ্টাই করেননি তিনি!
৩০তম মিনিটে সমতা টানার নিশ্চিত সুযোগ পান রোনালদো। জোয়াও নেভেসের পাস ছয় গজ বক্সে পথম ছোঁয়ায় রিসিভ করে শট করেন তিনি, দুর্দান্ত রিফ্লেক্সে সেটা রুখে দেন বালাস তোট। পরের মিনিটেই আরেকটি সেভ করে দলকে এগিয়ে রাখেন জাতীয় দলের হয়ে প্রথমবার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামা এই গোলরক্ষক।
বেশিক্ষণ অবশ্য জাল অক্ষত রাখতে পারেননি বালাস। ৩৬তম মিনিটে জোয়াও কান্সেলোর পাস ধরে, ছয় গজ বক্সের বাইরে থেকে জোরাল শটে সমতা ফেরান বের্নার্দো সিলভা।
প্রথমার্ধে গোলের জন্য আট শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারা পর্তুগাল ৫৮তম মিনিটে রোনালদোর সফল স্পট কিকে এগিয়ে যায়। ডি-বক্সে তার শটেই বল লোইক নিগুর হাতে লাগলে পেনাল্টিটি পায় তারা।
জাতীয় দলের হয়ে টানা পাঁচ ম্যাচে জালের দেখা পেলেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার মোট গোল হলো ১৪১টি, ২২৩ ম্যাচে।
বিশ্বকাপ বাছাইয়ে তার মোট গোল হলো ৩৯টি। এতদিন সমান গোল নিয়ে এই তালিকায় চূড়ায় ছিলেন কার্লোস রুইস। তার পাশে বসলেন পাঁচবারের ব্যালন দ’র জয়ী।
প্রায় ৭০ শতাংশ বল পায়ে রেখে চাপ ধরে রেখেছিল পর্তুগাল। বিপরীতে প্রথম গোলের পর ৮৩ মিনিট পর্যন্ত আর কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি হাঙ্গেরি। সেই তারাই পরের মিনিটে আবার প্রতিপক্ষকে চমকে দিয়ে সমতায় ফেরে, হেডে গোলটি করেন ভার্গা।
তবে তাদের উচ্ছ্বাস দুই মিনিটও স্থায়ী হয়নি। পুনরায খেলা শুরু হতেই ৮৬তম মিনিটে পর্তুগালকে ফের এগিয়ে নেন কান্সেলো। সিলভার পাস পেয়ে বক্সের বাইরে থেকে শটে গোলটি করেন আল হিলালের ডিফেন্ডার।
পরের মিনিটেই রোনালদোকে তুলে নেন কোচ, সঙ্গে ভিতিনিয়াকেও। শেষ মুহূর্তে ভালো একটা সুযোগ তৈরি করেছিলেন জোয়াও ফেলিক্স, কিন্তু তার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান আর বাড়েনি।
দুই ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্মেনিয়া।
হাঙ্গেরি ও রিপাবলিকে অব আয়ারল্যান্ডের পয়েন্ট সমান ১ করে।
আরও খবর -
সার্বিয়াকে উড়িয়ে বিশ্বকাপের কাছে ইংল্যান্ড
ঘুরে দাঁড়িয়ে আইসল্যান্ডকে হারাল ফ্রান্স