সেপ্টেম্বরে ক্যাম্প, অক্টোবরে থাইল্যান্ডে ম্যাচ ঋতুপর্ণা-মনিকাদের

সেপ্টেম্বরে ক্যাম্প, অক্টোবরে থাইল্যান্ডে ম্যাচ ঋতুপর্ণা-মনিকাদের

আগামী মার্চে মাঠে গড়াবে উইমেন’স এশিয়ান কাপ। এপ্রিলে অনূর্ধ্ব-২০ উইমেন’স এশিয়ান কাপ। এই দুই টুর্নামেন্ট সামনে রেখে সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হবে ঋতুপর্ণা-মনিকাদের ক্যাম্প। প্রস্তুতি ঝালিয়ে নিতে অক্টোবরে মেয়েদের জন্য প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার বর্তমানে আছেন ছুটিতে। ছুটি কাটিয়ে তিনি ফেরার পর ক্যাম্প শুরুর পরিকল্পনা কিরণের।

“বাটলার সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসবে, সে এলে ১৫-১৬ তারিখ থেকে ক্যাম্প শুরু হবে। সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দল একসঙ্গেই থাকবে। ক্যাম্পটা বাফুফে ভবনে করব না, হোটেল বা রিসোর্টে হতে পারে। সেটা পরে জানানো হবে। এরপর অক্টোবরে থাইল্যান্ডে গিয়ে থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলব।”

“৩০ অক্টোবর দল চলে যাবে জাপানে। ফিরবে নভেম্বরের ২০ তারিখে। সেখানে আমাদের ৪০ জনের স্কোয়াড থাকবে। অনূর্ধ্ব-২০ দলের কিছু খেলোয়াড়ও নেব সঙ্গে। সব মিলিয়ে জাপানকে আমরা চিঠি পাঠিয়েছি, এটার নিশ্চয়তা এখনও আসেনি। তবে এসে যাবে। জাপান থেকে ফিরে এসে আমরা নভেম্বর-ডিসেম্বরের উইন্ডোতে খেলব। চেষ্টা থাকবে ত্রিদেশীয় সিরিজ ঢাকাতে খেলার।”

ত্রিদেশীয় সিরিজের জন্য মধ্য এশিয়ার দল আজারবাইজান ও ভিয়েতনামকে চিঠি দিয়েছে বাফুফে। যদি এই সিরিজ আয়োজন সম্ভব না হয়, তাহলে যে কোনো একটি দেশের সাথে দুটি প্রীতি ম্যাচ খেলার ভাবনাও আছে। এছাড়া আরও কয়েকটি দেশের সাথে ম্যাচ খেলার বিষয়ে আলোচনা চলছে বলে জানালেন কিরণ।

“জানুয়ারিতে অনুশীলন করে ফেব্রুয়ারিতে আমরা আসিয়ানের কোনো দেশের সঙ্গে আমরা হয়তো প্রীতি ম্যাচ খেলব। এছাড়া নিউ জিল্যান্ডের সঙ্গে দুটি ম্যাচ খেলার কথাবার্তাও চলছে । তাদের সঙ্গে খেলতে পারলে আমরা সেখান থেকে সরাসরি চলে যাব অস্ট্রেলিয়ায়। এখন পর্যন্ত এটাই আমাদের পরিকল্পনা। যাওয়ার পথে আমরা যাদের সঙ্গে পারি খেলব। সেটা সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়াও হতে পারে।”