ভারতের জয়ে হায়দরাবাদি ঢঙে প্রশংসা ওয়াইসির, জবাব দিলেন সিরাজও
জাসপ্রিত বুমরাহ ছিলেন না বাঁচা মরার লড়াইয়ে। সেই ম্যাচে ভারত রীতিমতো কোণঠাসাই বনে গিয়েছিলেন। ৩৫ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের, হাতে ছিল ৪ উইকেট। সেখান থেকে দারুণ এক স্পেলে ইংলিশদের গুঁড়িয়ে দিয়ে ভারতকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। বনে গিয়েছিলেন ভারত ক্রিকেটের নতুন এক পোস্টারবয়।
ভারতের এমন জয়ের পর হায়দরাবাদি ঢঙে সিরাজের প্রশংসা করেছিলেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। এবার সিরাজ তার জবাব দিলেন বেশ নম্র সুরে।