পন পাওয়ারের দাবা ভেন্যু উদ্বোধন
নারায়ণগঞ্জের ভূঁইগড়ে আন্তর্জাতিক মানের দাবার ভেন্যু এবং ডরমেটরি উদ্বোধন করল পন পাওয়ার চেস ক্লাব।
এ ভেন্যুতে দাবাড়ুদের জন্য থাকছে স্বল্প খরচে নিয়মিত উন্নতমানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ। প্রতিযোগিতা আয়োজনের ভেন্যুর পাশাপাশি দেশি-বিদেশি খেলোয়াড়দের আবাসনের জন্য ডরমেটরির সুবিধা রাখা হয়েছে এখানে, যা ব্যবহার করে স্বল্প খরচে ভালো মানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন দাবাড়ুরা।
এ প্রসঙ্গে দাবার আন্তর্জাতিক মাস্টার ও কোচ আবু সুফিয়ান শাকিল কালবেলাকে বলেন, ‘ভালো মানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে আমাদের দাবাড়ুদের দেশের বাইরে যেতে হয়, বিপুল অর্থ খরচ করতে হয়। পন পাওয়ার চেস ক্লাব দেশে নিয়মিত ভালো মানের প্রতিযোগিতা আয়োজন করতে চায়, যাতে উদীয়মান দাবাড়ুরা দ্রুত উন্নতি করতে পারেন। এ জন্য ভেন্যু ও ডরমেটরি নির্মাণের উদ্যোগ নিয়েছে ক্লাবটি। আশা করছি, দেশের দাবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ উদ্যোগ।’
পন পাওয়ার চেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদুর রহমান শাবাব বলছিলেন, ‘দেশের দাবা এগিয়ে নিতে হলে সকলের প্রচেষ্টা প্রয়োজন। পন পাওয়ার থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি। আশা করছি, অন্যরাও এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসবেন।’
অন্যতম উদ্যোক্তা মাহবুবুর রশীদ বলেন, ‘এ উদ্যোগ নিয়ে কতদূর যাওয়া যাবে বলা কঠিন। কিন্তু আমরা চেষ্টা করে যাব। আশা করছি, এটা বাংলাদেশ দাবায় ইতিবাচক ভূমিকা রাখবে।’
ভেন্যু উদ্বোধনকে ঘিরে মঙ্গলবার (০৫ আগস্ট) দাবাড়ুদের মিলনমেলা হলো পন পাওয়ার চেস ক্লাবের ভেন্যুতে। দাবার আন্তর্জাতিক বিচারক হারুন অর রশীদ, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, মেহেদী হাসান পরাগ, শেখ নাসির আহমেদ, নাঈম হক, সংগঠক মোরসালিন আহমেদ, দাবার বিচারক মোহাম্মদ শামীম ছাড়াও অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।