মোহামেডান অতীত এখন আবাহনীকে নিয়েই ভাবতে চাই

মোহামেডান অতীত এখন আবাহনীকে নিয়েই ভাবতে চাই

টানা ছয় বছর মোহামেডানে খেলেছেন সুলেমান দিয়াবাতে। দীর্ঘ এই সময়ে সাদা-কালোদের লীগ শিরোপা জিতিয়েছেন এই মালির ফরোয়ার্ড। ফেডারেশন কাপ জেতার অভিজ্ঞতা আছে তার। সেই দিয়াবাতে এবার নাম লিখিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেডে। দলটির হয়ে এএফসি চ্যালেঞ্জ লীগে অংশ নিতে গতকাল ঢাকা এসেছেন দিয়াবাতে। এসেই নেমে পড়েছেন অনুশীলনে। আগামীকাল কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে আবাহনী। এই ম্যাচ নিয়ে দিয়াবাতে বলেন, ‘প্রথমবার এএফসি টুর্নামেন্টে খেলছি। তবে সব ফুটবল একই ধরনের। তাই আমি আমার খেলাটা খেলব ইনশাল্লাহ। আমরা জেতার চেষ্টা করব। জয়ের জন্য সবকিছু করব।’ নতুন ক্লাব সতীর্থদের নিয়ে দিয়াবাতে বলেন, ‘আবাহনীর সব খেলোয়াড়কে আমি চিনি। তাই তারা আমার কাছে নতুন নয়। হয়তো খেলাটা নতুন, তবে যেমনটা বলেছি ফুটবল একই ধরনের। খালি নামটা ভিন্ন। খেলোয়াড়েরা ভালো, কোচও খুব ভালো। দলও খুব ভালো। আমি বিশ্বাস করি আমরা জিততে পারব।’ গত মৌসুমেও মোহামেডানের প্রধান কাণ্ডারি ছিলেন দিয়াবাতে। তার নৈপুণ্যে লীগ শিরোপা জিতেছে ক্লাবটি। লীগ চ্যাম্পিয়ন হিসেবে তাদেরই খেলার কথা ছিল এএফসি চ্যালেঞ্জ লীগে। কিন্তু
মোহামেডানের দীর্ঘ সময় ধরে ক্লাব লাইসেন্স নাই। তাই কোয়ালিফাই করলেও তারা খেলতে পারেনি। এতে লীগ রানার্সআপ হিসেবে সুযোগ মিলেছে আবাহনীর। নতুন দল নিয়ে দিয়াবাতে বলেন, ‘মোহামেডান নিয়ে কোনো কথা বলতে চাই না। ওটা আমার অতীত। আামি বর্তমান নিয়ে ভাবতে চাই। ফুটবল একজনের খেলা নয়। তাদের ভালো স্থানীয় ফুটবলার আছে। ফুটবল শুধু বিদেশিদের জন্য নয়, এখানে স্থানীয়রাও গুরুত্বপূর্ণ। আমি জানি তারা ভালো খেলোয়াড়। তারা যদি আমাকে সহায়তা করে আমরা কিছু একটা করতে পারব ইনশা আল্লাহ। এই মৌসুমে তারা চেষ্টা করবে কোনো শিরোপা জেতার। চ্যাম্পিয়ন হওয়ার। ফুটবলে যেকেনো কিছু হতে পারে, মোহামেডান চ্যাম্পিয়ন হতে পারলে আবাহনী কেন পারবে না। আমি অভিজ্ঞ একজন খেলোয়াড়। জানি কিভাবে খেলতে হয়। আমি আমার সেরাটা দেব এবং গোল করব।’ এদিকে এএফসি চ্যালেঞ্জ লীগের প্লে অফে অংশ নিতে কাতারে পৌঁছেছে বাংলাদেশের আরেক দল বসুন্ধরা কিংস। অ্যাওয়ে ম্যাচে কাতারের দোহায় সুহেইম বিন হামাদ স্টেডিয়ামে আগামীকাল রাতে সিরিয়ান ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে গত মৌসুমে বাংলাদেশের ফেডারেশন কাপের চ্যাম্পিয়নরা। সিরিয়ায় চলমান অস্থিরতার কারণে ম্যাচটি কাতারে আয়োজন করছে আল কারামাহ। দোহায় পৌঁছে গতকাল সন্ধ্যায় অনুশীলন করেছে দলটি। এএফসি চ্যালেঞ্জ লীগের প্রিলিমিনারি রাউন্ডে পশ্চিম অঞ্চল থেকে খেলছে ১০টি দল। নক আউট পর্বের ম্যাচে জয়ী ৫টি দল পাবে মূল পর্বে খেলার সুযোগ।