‘বাংলাদেশকে কখনোই সুপার ফোরের বাইরে রাখতে পারবেন না’
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর শ্রীলঙ্কাকে হারালেই সুপার ফোর নিশ্চিত করবে বাংলাদেশ, এমনটাই বলেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর। ক্রিকেটীয় সংবাদমাধ্যম ইএসপিএনের এক পডকাস্টে ওয়াসিম বলেন, ‘আমার মনে হয় নিশ্চিতভাবে এটা বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে। তারা একটা (হংকংয়ের সঙ্গে) জয় পেয়েছে, কন্ডিশনও একটু বেশি চিনেছে। ম্যাচটা শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের জন্য সহজ হবে।’ বিসিবি’র সাবেক কোচ জাফর বলেন, ‘আমার মনে হয় আপনি কখনই বাংলাদেশকে সুপার ফোরের হিসেবের বাইরে ফেলে দিতে পারবেন না। একটু আগে যেটা বললাম তারা একটা ম্যাচ খেলেছে, কন্ডিশন সম্পর্কেও ধারণা পেয়েছে। শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচ খেলবে। ওই ম্যাচে বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারাত পারে তাহলে তারা সুপার ফোরে যেতে পারে।’ বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ আসলেই সমর্থক, ক্রিকেটপ্রেমী, সাবেক ক্রিকেটারদের মনে বাড়তি উত্তেজনা কাজ করে। ২০১৮ সালের নিদহাস ট্রফি, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে টাইম আউট ইস্যু ছাড়াও নানা গল্প উঠে আসে নতুন করে। র্যাঙ্কিংয়ে বর্তমানে শ্রীলঙ্কার অবস্থান আটে আর বাংলাদেশ দশম। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে শেষ সিরিজে লিটন কুমার দাসের অধিনায়কত্তে জয় পায় বাংলাদেশ। ২০২৪ সালের পর টি-টোয়েন্টিতে ৭ ম্যাচে ৪ জয় বাংলাদেশের, বিপরীতে তিন জয় লঙ্কানদের। চলতি আসরে প্রথম ম্যাচে হংকংয়ের সঙ্গে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ।