বাংলাদেশ–হংকং: ফিফটির কাছে লিটন, জয়ের কাছে বাংলাদেশ
১৩ ওভারে ১০০ ছোঁয়া বাংলাদেশ পরের দুই ওভারে তুলেছে ২২ রান। তাতে জয় থেকে ২৩ রানের দূরত্বে বাংলাদেশ। লিটন অপরাজিত ৪২ রানে।
বাংলাদেশ: ১৩ ওভারে ১০০/২
জয়ের সঙ্গে বাংলাদেশের দূরত্ব এখন ৪৪ রানের। এই রান করতে বাংলাদেশের হাতে আছে ৪২ বল। অধিনায়ক লিটন দাস ২৬ ও তাওহিদ হৃদয় ২৫ রানে ব্যাট করছিলেন। ৪৫ বলে ৫৩ রান এসেছেন দুজনের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে।
বাংলাদেশ: ১২ ওভারে ৮৯/২
বল প্যাডে আগে লেগেছে, না গ্লাভসে বোঝা যায়নি টিভি রিপ্লেতেও। টিভি আম্পায়ার তাই আউট দিলেন না লিটন দাসকে। বাংলাদেশ অধিনায়ক ‘জীবন’ পেলেন ব্যক্তিগত ১৮ রানে। বলটাকে প্যাডে আগে লাগলে আউট হয়ে যেতেন বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশ: ১০ ওভারে ৭৪/২
ইনিংসের অর্ধেক পথ পেরিয়ে লক্ষ্যেরও অর্ধেক পথ পেরিয়ে গেছে বাংলাদেশ। ১০ ওভারে ২ উইকেটে ৭৪ রান তোলা লিটনদের শেষ ১০ ওভারে দরকার ৭০ রান। লিটন দাস ও তাওহিদ হৃদয় দুজনই ব্যাট করছিলেন ১৪ রান নিয়ে।
সপ্তম ওভারে ইয়াসিম মুর্তজাকে দারুণ এক চার মেরে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন লিটন দাস। ২৪৪৪ রান করা মাহমুদউল্লাহকে পেছনে ফেললেন বাংলাদেশ অধিনায়ক। তাঁর ওপরে আছেন শুধু সাকিব আল হাসান (২৫৫১ রান)।
বাংলাদেশ: ৭ ওভারে ৬২/২
দারুণ এক ক্যাচ নিয়ে তানজিদ হাসানকে ফেরালেন নিজাকাত খান। পেসার আতিক ইকবালের বলে মিড অফ থেকে পেছনে দৌড়ে ক্যাচটি নিয়েছেন নিজাকাত। ৪৭ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। ১৮ বলে ১৪ রান করে ফিরলেন তানজিদ। এরপর উইকেটে আসা তাওহিদ হৃদয় ওভারের শেষ বলে চার মেরেছেন। তাতে পাওয়ার প্লে শেষে বাংলাদেশের স্কোর ৫১/২।
বাংলাদেশ: ৪ ওভারে ৩২/১
২০২৫ সালে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে নিজের ২৩তম ছক্কাটি মারার ২ বল পরেই আরেকটি ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন পারভেজ হোসেন। ওই ছক্কায় এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে তানজিদ হাসানের পাশে বসেন পারভেজ। ২৪ রানে প্রথম উইকেট খোয়াল বাংলাদেশ। ১৪ বলে ১৯ রান করেছেন বাংলাদেশ ওপেনার। পারভেজকে ফিরিয়েছেন আয়ুশ শুক্লা।
পারভেজের বিদায়ের পর উইকেটে এসেছেন অধিনায়ক লিটন দাস। চতুর্থ ওভারে বাংলাদেশ নিয়েছে ৮ রান।
বাংলাদেশ: ২ ওভারে ১৩/০
রান তাড়ার শুরুটা ভালোই হলো বাংলাদেশের। পেসার আয়ুশ শুক্লার করা প্রথম ওভারে ৯ রান তুলেছে বাংলাদেশ। ৯ রানই তুলেছেন পারভেজ হোসেন। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা চার মেরছেন এই ওপেনার।
দ্বিতীয় ওভারের প্রথম চার হংকংয়ের আরেক পেসার আতিক ইকবাল কোনো রান না দিলেও এরপর এক ওয়াইডসহ দিয়েছেন ৪ রান।
১০ ওভার শেষে হংকংয়ের স্কোর ছিল ৬৪/২। শেষ ১০ ওভারে ৫ উইকেট হারালেও ৭৯ রান তুলে বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে হংকং। ৭ উইকেটে ১৪৩ রান করা হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন নিজাকাত খান। চতুর্থ উইকেটে অধিনায়ক ইয়াসিম মুর্তজাকে নিয়ে ৩৪ বলে ৪৬ রান যোগ করেন নিজাকাত। বাংলাদেশের তিন পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান ও রিশাদ হোসেন নিয়েছেন ২টি করে উইকেট।
হংকং: ২০ ওভারে ১৪৩/৭ (নিজাকাত ৪২, জিশান ৩০, মুর্তজা ২৮; তানজিম ২/২১, রিশাদ ২/৩১, তাসকিন ২/৩৮)।
১৯তম ওভারের শেষ দুই বলে নিজাকাত খান ও কিঞ্চিত শাহকে রিশাত হোসেন ফেরোনার পর শেষ ওভারের দ্বিতীয় বলে এজাজ খানকে জাকের আলীর ক্যাচ বানিয়েছেন তাসকিন আহমেদ। ১৩৬ রানে সপ্তম উইকেট হারাল হংকং।
হংকং: ১৯ ওভারে ১৩৪/৬
১৯তম ওভারের দ্বিতীয় বলে রিশাদ হোসেনকে ছক্কা মারেন নিজাকাত খান। ওভারের পঞ্চম বলে প্রতিশোধ নিয়ে নেন রিশাদ। ৪০ বলে ৪২ রান করা নিজাকাত ফিরেছেন তানজিমকে ক্যাচ দিয়ে। হংকংয়ের সর্বোচ্চ স্কোরারকে ফেরানোর পরের বলেই কিঞ্চিত শাহকে এলবিডব্লু করে দিয়েছেন রিশাদ।
হংকং: ১৮ ওভারে ১২৫/৪
৭১ রানে তৃতীয় উইকেট পড়ার পর জুটি বেঁধেছিলেন নিজাকাত খান ও ইয়াসিম মুর্তজা। ৩৪ বলে ৪৬ রান যোগ করার পর রানআউট হয়েছেন মুর্তজা। ১৯ বলে ২৮ রান করেছেন হংকং অধিনায়ক। ১১৭ রানে চতুর্থ উইকেট হারাল দলটি। ৪ ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য থাকলেন মোস্তাফিজুর রহমান।
হংকং: ১৬ ওভারে ১০৭/৩
মেহেদী হাসানকে ছক্কা মেরে হংকংকে ১০০ পাড় করিয়েছেন অধিনায়ক ইয়াসিম মুর্তজা। ১৫ ওভার শেষে হংকংয়ের স্কোর ১০১/৩। মুর্তজা ১৩ বলে ২১ ও নিজাকাত ২৭ বলে ২১ রানে ব্যাট করছিলেন। ৪ ওভারে ২৮ রান দিয়ে উইকেটশূন্য থেকে বোলিং কোটা শেষ করেছেন অফ স্পিনার মেহেদী।
হংকং: ১৪ ওভারে ৮৯/৩
বোলিং কোটা শেষ হলো তানজিম হাসানের। ২ উইকেট নেওয়া বোলার ৪ ওভারে খরচ করেছেন ২১ রান।
হংকং: ১২ ওভারে ৭৩/৩
তানজিম হাসানের করা দ্বাদশ ওভারের প্রথম দুই বলে রান নিতে ব্যর্থ জিশান আলী তৃতীয় বলে হাকিয়েছিলেন। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় উঠে যায় ক্যাচ। মিডউইকেট থেকে অনেকেটা পেছনে দৌড়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৩৪ বলে ৩০ রান করা জিশানের বিদায়ে ভাঙল ৪১ রানের তৃতীয় উইকেট জুটি। ৭১ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। জিশানের বিদায়ের পর ব্যাটিংয়ে নেমেছেন হংকং অধিনায়ক ইয়াসিম মুর্তজা।
ইনিংসের অর্ধেক পথ পেরিয়ে ২ উইকেটে ৬৪ রান তুলেছে হংকং। ৩০ রানে ২ উইকেট হারানোর পর ৩৪ রানের জুটি গড়েছেন জিশান আলী ও নিজাকাত খান। ওপেনার জিশান ২৪ রানে ও নিজাকাত ১২ রানে ব্যাট করছিলেন।
হংকং: ৯ ওভারে ৫৮/২
ইনিংসের দ্বিতীয় ওভারে ১৩ রান দিয়েছিলেন তাসকিন হাসান। নবম ওভারে রান খরচে তাসকিনকে ছাড়িয়ে গেলেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারে ওভারে এক ছক্কা ও এক চারে জিশান ১১ ও নিজাকাত ২ রান নিয়েছেন।
হংকং: ৭ ওভারে ৩৭/২
বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের মতো লেগ স্পিনার রিশাদ হোসেনও নিজের প্রথম ওভারে দিয়েছেন ৩ রান।
নিজের প্রথম ওভারে ৩ রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান। তাতে পাওয়ার প্লে শেষে হংকংয়ের স্কোর ৩৪/২।
হংকং: ৫ ওভারে ৩১/১
পঞ্চম ওভারের চতুর্থ বলে বাবর হায়াতের স্টাম্প উপড়ে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দিয়েছেন তানজিম হাসান। দারুণ এক ডেলিভারিতে বাবর হায়াতকে বোল্ড করেছেন এই পেসার। ৩০ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে হংকং। উইকেটে এসেছেন নিজাকাত খান।
হংকং: ৪ ওভারে ২৪/১
উইকেট পেলেও প্রথম ওভারে ১১ রান দিয়েছিলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের পেসার নিজের দ্বিতীয় ওভারে দিয়েছেন আরও ৮ রান।
হংকং: ৩ ওভারে ১৬/১
তৃতীয় ওভারে তৃতীয় বোলারের হাতে বল তুলে দিয়েছেন লিটন দাস। নিজের প্রথম ওভারে ৩ রান খরচ করেছেন পেসার তানজিম। রাঠের বিদায়ের পর উইকেটে এসেছেন বাবর হায়াত। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক পেরোনো হংকংয়ের দুই ব্যাটসম্যানের একজন বাবর। অন্যজন নিজাকাত খান।
হংকং: ২ ওভারে ১৩/১
ওভার স্টেপিংয়ে নো বল দিয়ে শুরু করা তাসকিন আহমেদ উইকেট পেয়ে গেলেন বৈধ তৃতীয় বলেই। অংশুমান রাঠকে উইকেটকিপারের ক্যাচ বানিয়েছেন বাংলাদেশের পেসার। উইকেটটি অবশ্য রিভিউ নিয়ে পেয়েছে বাংলাদেশ। বল রাঠের ব্যাট ছুঁয়ে লিটনের গ্লাভসে গেলেও দিক পরিবর্তন করেনি। তবে ব্যাট–বলের সংযোগের আওয়াজ শুনেই রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৭ রানে প্রথম উইকেট হারাল হংকং। উইকেট পেলেও ওভারটায় ১১ রান দিয়েছেন তাসকিন।
রাঠকে ফিরিয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৯৫তম উইকেট পেলেন তাসকিন।
অফ স্পিনার মেহেদী হাসানকেই প্রথম ওভারটা করতে দিয়েছেন অধিনায়ক লিটন দাস। ওভারটায় মাত্র ২ রান দিয়েছেন মেহেদী। তৃতীয় বলে ইমপ্যাক্ট আম্পায়ার্স কল না হলে জিশান আলীর উইকেটটিও পেয়ে যেতে পারত বাংলাদেশ।
টি–টোয়েন্টিতে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং। ১১ বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে এ সংস্করণে প্রথম দেখায় বাংলাদেশকে চমকে দিয়ে জিতে যায় হংকং। চট্টগ্রামে পাওয়ারপ্লেতে ৫১ রান তুললেও বাংলাদেশ ১৬.৩ ওভারে অলআউট ১০৮ রানে। হংকংয়ের বাঁহাতি স্পিনার নাদিম আহমেদ নেন ৪ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ২ বল ও ২ উইকেট হাতে রেখে জিতে যায় হংকং। এই ম্যাচ হেরেও নেট রান রেটে নেপালকে পেছনে ফেলে সুপার টেন পর্বে ওঠে বাংলাদেশ।
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান
জিশান আলী (উইকেটকিপার), অংশুমান রাঠ, বাবর হায়াত, নিজাকাত খান, ক্যালহান চাল্লু, কিঞ্চিত শাহ, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), এজাজ খান, এহসান খান, আয়ুশ শুক্লা, আতিক ইকবাল।
এশিয়া কাপের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
আবুধাবি থেকে প্রথম আলোর প্রতিনিধি মাহমুদুল হাসান জানালেন আবুধাবিতে তাপমাত্রা এখন ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের বোলাররা ম্যাচ উইকেটে পাশে হাত ঘুরাচ্ছেন। গ্যালারিতে এখনো দর্শক খুব একটা নেই। সন্ধ্যার পর কাজ শেষে মাঠে আসতে পারেন আরও কিছু প্রবাসী বাংলাদেশি।
এশিয়া কাপে আজ নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ। বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও হংকংয়ে এটি দ্বিতীয় ম্যাচ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে ৯৪ রানে হেরেছে দলটি।