কয়েকদিন হোটেলবন্দী থাকার পর নেপাল থেকে দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল |সংগৃহীত

অবশেষে স্বস্তি, দেশে ফিরছেন জামাল ভূঁইয়ারা

অবশেষে স্বস্তির এক সকাল পেল বাংলাদেশ ফুটবল দল। টানা কয়েকদিন অবরুদ্ধ থাকার পর আজ নেপাল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন জামাল ভূঁইয়ারা। ইতোমধ্যে বিমানবন্দরে পৌঁছেছেন তারা।

নেপালে গণ-অভ্যুত্থানের পর চলছে কারফিউ। রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। হোটেলে অবরুদ্ধ ছিলেন ফুটবলাররা। তাদের দেশে ফেরার অপেক্ষায় সবাই। সেই অপেক্ষা শেষ হতে চলেছে।

হোটেলে কয়েকদিন আটকে থাকার পর আজ বৃহস্পতিবার সকালে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। সাড়ে ১১টার পর বিশেষ এক ফ্লাইটে তারা দেশে ফিরবে।

বাফুফে, কাঠমান্ডুর দূতাবাস ও বাংলাদেশ সরকারের সম্মিলিত চেষ্টায় দ্রুত সময়ে দেশে ফিরছেন জামালরা। বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকদেরও একই ফ্লাইটে ফিরিয়ে আনা হচ্ছে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল দু’টি ফিফা প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল নেপালে। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ হলেও রাজনৈতিক অস্থিরতায় মঙ্গলবার দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়ে যায়।

এদিকে বাইরে তীব্র বিক্ষোভ চলায় তিন দিন ধরে ফুটবলাররা কাঠমান্ডুতে হোটেলবন্দী হয়ে পড়েন। বারবার তাদের দেশে ফেরানোর চেষ্টা করা হলেও বিমানবন্দ বন্ধ থাকায় সম্ভব হয়নি।

তবে বুধবার সন্ধ্যার আগে খুলে দেয়া হয় কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। এ অবস্থায় বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে রাতেই ঢাকায় ফিরতে আশাবাদী ছিলেন জাতীয় দলের ফুটবলাররা।

তবে তা হয়নি, বাড়ে অপেক্ষা। যদিও বৃহস্পতিবার আর দেরি হয়নি, সকাল সকাল ফিরিয়ে আনা হচ্ছে কাবরেরা বাহিনীকে।

বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, খেলোয়াড়রা নিরাপদে আছেন এবং দেশে ফিরে শিগগিরই অনুশীলনে ফেরার পরিকল্পনা রয়েছে। সেখনে তারা বেশ কয়েকটি জিম সেশনও করেছে।

এদিকে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘পরিস্থিতি ভালো ছিল না। তবে অবশেষে ফিরতে পারছি, এটাই সবচেয়ে বড় স্বস্তি।’

নেপালের রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হওয়া ম্যাচ কবে অনুষ্ঠিত হবে তা এখনো নিশ্চিত নয়। তবে বাফুফে জানিয়েছে, এ বিষয়ে দু’দেশের ফেডারেশন পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে।