চলতি মৌসুমে এই জার্সিতেই দেখা যাবে ওনানাকে। ছবি: ট্রাবজনস্পর ফেইসবুক।

অবশেষে ইউনাইটেড ছাড়লেন ওনানা

গত কিছুদিনের ঘটনাপ্রবাহে যা অবধারিত হয়ে উঠেছিল, সেটিই আনুষ্ঠানিক রূপ পেল। অনেক আলোচনা-সমালোচনার পর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন আন্দ্রে ওনানা। ক্যামেরুনের গোলকিপারের নতুন ঠিকানা ট্রাবজানস্পর।

দীর্ঘমেয়াদে অবশ্য নয়, মৌসুমের বাকি সময়টায় ধারে তুরস্কের ক্লাবে খেলবেন ২৯ বছর বয়সী গোলকিপার।

তুরস্কের ট্রান্সফার উইন্ডো শেষ হচ্ছে শুক্রবার। এর আগের দিন ঘোষণা করা হয় ওনানার দলবদল। ইএসপিএনের খবর, এই ধারের চুক্তিতে কোনো ফি নেই। তবে ধারের সময়টায় ওনানার পারিশ্রমিকের কোনো অংশ ইউনাইটেডকে দিতে হবে না। ভবিষ্যতে পাকাপাকি চুক্তির কোনো শর্তও নেই আপাতত।

কিছুদিন আগে বেলজিয়ান গোলকিপার সানে লমেন্স যোগ দেওয়ার পরই ইউনাইটেড থেকে বিদায়ের ডাক শুনছিলেন ওনানা। লমেন্সকে গিয়ে ইউনাইটেডের গোলকিপার হয়ে যায় চারজন। ক্লাব অবশ্য চারজনকে রেখে দিতে আপত্তি জানায়নি। তবে নিজের ভবিষ্যৎ বুঝে যান ওনানা।

২০২৩ সালে ৪ কোটি ৭২ লাখ পাউন্ডে ওনানাকে এসি মিলান থেকে ইউনাইটেডে নিয়ে আসেন সেই সময়ের কোচ এরিক টেন হাগ। দুজন আগে একসঙ্গে ছিলেন আয়াক্সে। তবে ওনানাকে নিয়ে সংশয়-প্রশ্ন তখনই ছিল। যা সময়ের সঙ্গে বাড়তে থাকে ক্রমে।

গত মৌসুমে দলের এক নম্বর গোলকিপার হলেও অধারাবাহিক পারফরম্যান্স ও মারাত্মক কিছু ভুলের কারণে প্রবল সমালোচনায় ছিলেন এই গোলকিপার। এবার চোটের কারণে ক্লাবে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচগুলোয় তিনি ছিলেন না।

ইংলিশ প্রিমিয়ার লিগে এই মৌসুমে ইউনাইটেডের তিন ম্যাচের সবকটিই খেলেছেন তুরস্কের গোলকিপার আলতাই বায়িন্দির। ওনানা নতুন মৌসুমে মাঠে নামার সুযোগ পেয়েছেন স্রেফ একটি ম্যাচে। লিগ কাপের সেই ম্যাচে টাইব্রেকারে চতুর্থ স্তরের দল গ্রিমসবির কাছে হেরে যায় ইউনাইটেড। সেদিন দলের দুটি গোল হজমে ভূমিকা ছিল ওনানার ভুলের। এরপর তিনি আর খেলার সুযোগ পেলে সেটিই হতো বিস্ময়ের।

আন্তর্জাতিক বিরতিতে গত কদিন ক্যামেরুন জাতীয় দলের সঙ্গে ছিলেন ওনানা। নতুন ক্লাবের হয়ে তুর্কি লিগে তার অভিষেক হতে পারে রোববারই। সেদিনই ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে নামবে ম্যানচেস্টার ডার্বিতে।

বায়িন্দির ও লমেন্স ছাড়া ইউনাইটেডে আর গোলকিপার আছেন ইংল্যান্ডেরই ৩৯ বছর বয়সী টম হিটন।