বার্সেলোনার জন্য বড় ধাক্কা, স্পেনকে একহাত নিলেন ফ্লিক
আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর প্রথমবার মাঠে নামার আগে বড় এক ধাক্কা খেয়েছে বার্সেলোনা। চোটের কারণে লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না দলের নির্ভরযোগ্য খেলোয়াড়দের একজন লামিনে ইয়ামাল। চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে তার খেলা নিয়েও জেগেছে শঙ্কা।
শনিবার সকালে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি ইয়ামাল। তখনই স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোতে খবর ছড়িয়ে পড়ে, ভালেন্সিয়ার বিপক্ষে হয়তো খেলতে পারবেন না তরুণ এই তারকা। পরে সংবাদ সম্মেলনে তা নিশ্চিত করে দেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
বিশ্বকাপ বাছাইয়ে স্পেনের সবশেষ দুই ম্যাচে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে খেলে বার্সেলোনায় ফেরেন ইয়ামাল। তার চোটের জন্য স্পেন জাতীয় দলকে তোপ দাগলেন ফ্লিক।
“তাকে পাওয়া যাবে না (ভালেন্সিয়ার বিপক্ষে)। এটা দুঃখজনক। সে ব্যথা নিয়ে জাতীয় দলে গিয়েছিল, সেখানে সে খেলেছে এবং খেলার জন্য তাকে ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছিল।”
“সে ৭৯ মিনিট ও ৭৩ মিনিট খেলেছে, খেলোয়াড়দের যত্ন নেওয়া হচ্ছে না। স্পেনের প্রতিটি পজিশনে সেরা খেলোয়াড়রা রয়েছে। তরুণ খেলোয়াড়দের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতি নিয়ে আমি হতাশ। তার পিউবিক হাড়ে সমস্যা রয়েছে। এই ম্যাচে তাকে পাওয়া যাবে না এবং নিউক্যাসলের বিপক্ষে সে অনিশ্চিত।”
ইয়ামালের ব্যাপারে স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে কথা হয়েছে কি-না, এমন প্রশ্নে বার্সেলোনা কোচ বলেন, “তার সঙ্গে কখনও কথা বলিনি আমি, আমাদের কেবল বার্তা আদানপ্রদান হয়। আমার স্প্যানিশ খুব একটা ভালো নয়, তার ইংরেজিও ভালো নয়।”
“তবে যোগাযোগটা আরও ভালো হতে পারত। তাছাড়া আমাদের কেবল একজন নয়, আরও অনেক খেলোয়াড় আছে। আমিও এই পরিস্থিতিতে পড়েছি, কারণ আমিও জাতীয় দলের কোচ ছিলাম। কিন্তু ক্লাব ও ফুটবল ফেডারেশনের মধ্যে যোগাযোগটা ভালো হতে হবে।”
চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনার প্রথম তিন ম্যাচেই খেলেছেন ইয়ামাল। দুটি গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার।
এমনিতেই চোটের কারণে বাইরে আছেন গাভি, ফ্রেংকি ডি ইয়ং, আলেহান্দ্রো বাল্দের মতো ফুটবলার, এর মধ্যে ইয়ামালের ছিটকে পড়া বার্সেলোনার জন্য অনেক বড় ধাক্কা।
ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে রোববার ভালেন্সিয়ার মুখোমুখি হবে ফ্লিকের দল। এরপর বৃহস্পতিবার নিউক্যাসলের মাঠে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।