নিরাপত্তা শঙ্কা দেখিয়ে পাকিস্তান সরে যাওয়ায় এএইচএফ মেনস হকি এশিয়া কাপে সুযোগ আসে বাংলাদেশের। আজ সকালেই আসরটিতে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ হকি দল।
আগামী ২৯ আগস্ট থেকে ভারতের বিহারের শুরু হবে টুর্নামেন্টটি। গত এপ্রিলে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এএইচএফ কাপে তৃতীয় স্থান অর্জন করায় বাংলাদেশ সরাসরি এশিয়া কাপে খেলার যোগ্যতা পায়নি। তবে পাকিস্তানের না খেলার কারণে সুযোগ পায় লাল-সবুজের প্রতিনিধিরা।