পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ব্যাট-বল নিয়ে এক ভয়াবহ ট্র্যাজেডি ঘটেছে। বোলিংয়ের সুযোগ না দেওয়ায় সতীর্থের গুলিতে প্রাণ হারিয়েছেন এক ক্রিকেট দলের অধিনায়ক।
স্থানীয় গণমাধ্যম জানায়, সপ্তাহখানেক আগে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে বোলিং করতে না পেরে দলের অধিনায়ক ফখর ইকবালের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এক খেলোয়াড়।
তর্কাতর্কির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সেই খেলোয়াড় ইকবালকে লক্ষ্য করে গুলি চালান। ঘটনাস্থলেই নিহত হন অধিনায়ক।
শুধু ইকবাল নন, একই হামলায় গুলিবিদ্ধ হন তার ভাই ও চাচাও। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (২৫ আগস্ট) ইকবালের ভাইও মারা যান। বর্তমানে তার চাচা চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে হামলাকারীকে আটক করেছে বলে নিশ্চিত করেছে।