ক্রিকেটার শামির সাবেক স্ত্রী হাসিন জাহান পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঝড় তুলতে চলেছেন?

ক্রিকেটার শামির সাবেক স্ত্রী হাসিন জাহান পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঝড় তুলতে চলেছেন?

ভারতের অন্যতম পেসার মোহাম্মদ শামির স্ত্রী সাবেক মডেল হাসিন জাহান বেশ কয়েক বছর ধরে সংবাদের শিরোনামে। স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে শোরগোলও তৈরি করেছেন। সম্প্রতি বিবাহ বিচ্ছেদের পর ভরণপোষণের মাসিক চার লাখ রুপিতে খুশি হননি। এবার সেই হাসিন জাহান পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঝড় তুলতে চলেছেন বলে ইঙ্গিত মিলেছে। একটি রাজনৈতিক সাক্ষাৎকার এই ইঙ্গিত দিয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। অবশ্য হাসিন জাহান অনেকদিন আগেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন। কংগ্রেসে নাম লিখিয়েছিলেন তিনি। তবে সেভাবে তাকে সক্রিয় হতে দেখা যায়নি। গত শনিবার পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস অফিসে দেখা যায় হাসিনকে। সেখানে তিনি কংগ্রেসের প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন।

রিপোর্ট অনুযায়ী, হাসিন নাকি পশ্চিমবঙ্গে কংগ্রেসের হয়ে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০১৮ সালেই কংগ্রেস দলে যোগ দিয়েছিলেন হাসিন জাহান। তিনি মুম্বাইতে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তখন মুম্বাই ইউনিটের প্রধান সঞ্জয় নিরুপমের হাত থেকে কংগ্রেসের পতাকা নিয়েছিলেন হাসিন। তবে এরপর থেকে সেভাবে রাজনৈতিক ময়দানে সক্রিয় থাকতে দেখা যায়নি তাকে।

আগামী বছর পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। এই আবহে কংগ্রেস কোন পথে যায়, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। বামফ্রন্টের মধ্যে সিপিএম এখনও কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহী বলে শোনা যাচ্ছে। তবে বেশ কয়েকটি বাম শরিক কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে ইচ্ছুক নয়।

এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি এর আগে বলেছিলেন, রাজ্যে সবক’টি আসনেই তারা প্রার্থী দেবেন। এই অবস্থায় হাসিনের কংগ্রেসের হয়ে কাজ করার আগ্রহকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক (সংগঠন) সুমন রায়চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, কেউ যদি কংগ্রেসে কাজ করতে চান, তাহলে তাকে সবসময় স্বাগত।’

যদিও এই বিষয়ে হাসিন জাহান নিজে মুখ খোলেননি। এই আবহে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শামির সাবেক স্ত্রীর সক্রিয় হওয়ার বিষয়টি ঘিরে জল্পনা শুরু হয়েছে।