পাকিস্তানের বিপক্ষে জিততে ভারতের দরকার ১২৮

পাকিস্তানের বিপক্ষে জিততে ভারতের দরকার ১২৮

শাহিন শাহ আফ্রিদির শেষ দিকের ক্যামিওতে লড়াই করার মতো সংগ্রহ পেলো পাকিস্তান। ১৬ বলে ৩৩ রানের ইনিংসে অপরাজিত থেকেই ফিরলেন শাহিন শাহ। এর আগে প্রথম ৭ ব্যাটারের মধ্যে দুই অঙ্কের রান ছুঁতে পারে স্রেফ দুজন, সাহিবজাদা ফারহান ও ফখর জামান।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১২৭ রানে থামল পাকিস্তান। ইনিংসে ৬৩ বল থেকে কোনো রানই নিতে পারেনি পাকিস্তান ব্যাটাররা। জসপ্রতি বুমরাহর প্রথম বৈধ ডেলিভারিতে ক্যাচ দিয়ে ফিরে যান ওপেনার সাইম আইয়ুব। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গ্রিন ক্যাপরা। এক উইকেট আগলে রেখে ব্যাট করে যান আরেক ওপেনার সাহিবজাদা। ৪৪ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ৪০ রানের ইনিংসে সাহিবজাদা যখন ফিরলেন, দলের খাতায় রান তখন ৭ উইকেটে ৮৩। এর আগে ১৫ বলে ১৭ রানের ইনিংসে বিদায় নেন ফখর। ৮ নম্বরে নেমে ঝড়ো ব্যাটিং শুরু করেন শাহিন শাহ। ইনিংসের শেষ ওভারে টানা দুই ছক্কা হাঁকিয়ে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন তিনি। হার্দিক পান্ডিয়ার ওভার থেকে ১৬ রান তুলে নেন শাহিন।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন কুলদিপ যাদব। ২টি করে নেন বুমরাহ ও অক্ষর প্যাটেল।