‘বিশ্বের সেরা লিগে’ ইতিহাস গড়তে চান দোন্নারুম্মা
পিএসজির হয়ে গত মৌসুমেই ইতিহাস গড়েছেন জানলুইজি দোন্নারুম্মা। তবু নতুন মৌসুমে অবিশ্বাস্যভাবে তিনি হয়ে পড়লেন ব্রাত্য। তাই বাধ্য হলেন নতুন ঠিকানা বেছে নিতে। তবে লক্ষ্য তার আগের মতোই। ম্যানচেস্টার সিটিতেও ইতিহাস গড়তে চান ইতালিয়ান গোলকিপার। অনেক ট্রফি জিতে হয়ে উঠতে চান এই শহর ও এই ক্লাবের প্রতীক।
ম্যানচেস্টার সিটির সঙ্গে তার চুক্তির আনুষ্ঠানিকতা শেষ বেশ কদিন আগেই। তবে নতুন ক্লাবের স্বাদ সেভাবে পাচ্ছিলেন না। গত কয়েকদিন ব্যস্ত ছিলেন ইতালির হয়ে বিশ্বকাপ বাছাইয়ে। অবশেষে নতুন ঠিকানায় প্রথমবার পুরো একটি দিন কাটালেন বৃহস্পতিবার।
পাঁচ বছরের চুক্তিতে সিটিতে আসা গোলকিপার রোমাঞ্চে হাবডুবু খেয়ে বললেন, ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যালেঞ্জে নিজেকে পরখ করতে তার তর সইছে না।
“আমার জীবন ও ক্যারিয়ারের নতুন অধ্যায় এটি। ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে খেলতে পারা আমার জন্য হবে দারুণ আবেগের ব্যাপার এবং আমি এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।”
“প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন আমার সবসময়ই ছিল, কারণ এটা বিশ্বের সেরা লিগ। একজন ফুটবলারের জন্য প্রাপ্তির চূড়া হলো প্রিমিয়ার লিগে কিছু অর্জন করতে পারা। এজন্যই এখানে আসতে পেরে আমি উচ্ছ্বসিত। যে ক্লাব আমাকে দলে নিতে এত কিছু করেছে, তাদের হয়ে মাঠে নামতে মুখিয়ে আছি আমি, যেন তাদের ভরসার প্রতিদান দিতে পারি।”
এসি মিলানের একাডেমি থেকে উঠে আসা দোন্নারুম্মা ইতালির ঐতিহ্যবাহী ক্লাবটিতে খেলেছেন ছয় মৌসুম। এরপর চার মৌসুম কাটিয়েছেন পিএসজিতে। ইংলিশ ফুটবলের অংশ আগে কখনও হননি তিনি। তবে ২৬ বছর বয়সী গোলকিপার বললেন, সিটির প্রতি অনুরাগ তার বরাবরই ছিল।
“এই ক্লাব সবসময়ই আমাকে মুগ্ধ করেছে। সবসময়ই সিটিকে অনুসরণ করেছি আনন্দ নিয়ে। এখানে এসে ক্লাবের ট্রেনিং সেন্টার, স্টেডিয়ামসহ যা দেখছি, সবকিছু দারুণ। নিজের চোখে না দেখা পর্যন্ত তো আসলে কোনো ক্লাবকে মূল্যায়ন করা যায় না।”
এসি মিলানে স্রেফ একটি ইতালিয়ান কাপ ছাড়া কিছু জয়ের সৌভাগ্য হয়নি তার। তবে পিএসজিতে ক্লাবের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অংশ তিনি। এছাড়াও চারটি ফরাসি লিগসহ জিতেছেন ১০টি ট্রফি। গত মৌসুমে ক্লাবের ঐতিহাসিক ট্রেবল জয়ে তার ছিল বড় অবদান। তার পরও কোচ লুইস এনরিকে তাকে দলে রাখেননি, কারণ ভিন্ন ঘরানার গোলকিপার চান তিনি।
পিএসজি ছেড়ে এলেও সেখানকার ট্রফির তেষ্টা ও ইতিহাস গড়ার তাড়না তার আছে আগের মতোই। সিটিকে তিনি বয়ে নিতে চান নতুন উচ্চতায়।
“এখানে আসতে পেরে আমি খুবই গর্বিত ও যে সিদ্ধান্ত নিয়েছি, তাতে খুবই খুশি। আশা করি, এখানে ইতিহাস গড়ব আমি এবং যত বেশি সম্ভব ট্রফি জিতব। এটিই আমার লক্ষ্য।”
“ক্যারিয়ারে অনেক কিছুই জিতেছি আমি এবং আগের সব ক্লাবের প্রতি কৃতজ্ঞ থাকব সবকিছুর জন্য। এখন আমার পুরোপুরি মনোযোগ এখানে ইতিহাস গড়ার নতুন চ্যালেঞ্জে এবং এই শহর ও এই ক্লাবের প্রতীক হয়ে ওঠায়। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সমর্থকদের গর্বিত করা ও একসঙ্গে অনেক ট্রফি জয় করা। এটি ঐতিহাসিক ক্লাব ও সর্বোচ্চ চূড়ায় থাকা তাদের প্রাপ্য।”
রোববার ম্যানচেস্টার ডার্বি দিয়েই নতুন ক্লাবে অভিষেক হতে পারে ইতালির ইউরো জয়ী তারকার।