সাম্প্রতিক সময়টা দুর্দান্ত কাটাচ্ছেন লিটন কুমার দাস। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেও বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিলেন টাইগার অধিনায়ক। শেষপর্যন্ত টিকে থাকলে হয়তো সোনায় সোহাগা হতো। তবে লিটন ফেরেন জয়ের স্রেফ ২ রানের দূরত্বে থেকে। এর আগে ৩৯ বলে ৫৯ রানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটা খেলেন এ ডানহাতি ব্যাটারই। ইনিংসে একমাত্র ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার মালিক বনে গেছেন লিটন। সামনে হাতছানি রয়েছে সর্বোচ্চ রানের রেকর্ডেরও।
হংকংয়ের দেয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশকে পথ দেখান লিটন। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে এ উইকেটকিপার-ব্যাটার বলেছিলেন, ছক্কা মারার চেয়ে স্মার্ট ক্রিকেটে বেশি মনোযোগ দেয়া দরকার। কথার সঙ্গে কাজের মিল দেখা গেল বৃহস্পতিবার।
জয় অনেকটা নাগালে না আসা পর্যন্ত বড় শট খেলার চেষ্টাও করলেন না টাইগার অধিনায়ক। এরপর ব্যক্তিগত ৪২ রানে, জয় থেকে যখন কেবল ২০ রান দূরে, তখন নিজের ইনিংসের একমাত্র ছক্কাটি হাঁকান এ ডানহাতি ব্যাটার। আর এতেই মাহমুদউল্লাহ রিয়াদকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার মালিক হিসেবে নাম লেখেন লিটন (৭৮)। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেয়া মাহমুদউল্লাহ ৭৭ ছক্কা হাঁকান ১৩০ ইনিংসে। লিটন তাকে ছাড়িয়ে গেলেন ২১ ইনিংস কম খেলেই, ১০৯ ইনিংসে। সীমিত ওভারের ক্রিকেটে আরেকটি বড় রেকর্ড দ্রুতই নিজের নামের পাশে লিখতে পারেন ৩০ বছর বয়সী লিটন। ১২৭ ইনিংসে ২৫৫১ রান করে এ সংস্করণে দেশের সর্বোচ্চ রানের মালিক সাকিব আল হাসান। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৫৯ রানের ইনিংস খেলা লিটনের বর্তমান মোট রান ২৪৯৬।
আর স্রেফ ৫৬ রান করলেই সাকিবকে সরিয়ে দেশের হয়ে অনন্য রেকর্ডটি নিজের করে নেবেন লিটন। টাইগার অধিনায়ক যে দ্রুত ছুটছেন, তাতে রেকর্ডটি নিজের নামের পাশে লিখতে খুব বেশি দেরি হওয়ার কথা নয়। কেননা, শেষ চার টি-টোয়েন্টির তিনটিতেই যে ফিফটি তুলে নিয়েছেন তিনি। ইনিংসগুলো যথাক্রমে (৫৪*, ১৮*, ৭৩, ৫৯)। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের পরবর্তী ম্যাচেই সাকিবকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে লিটনের।
সাদা বলের সীমিত ওভারের ক্রিকেটে আগে থেকেই দু’টি গুরুত্বপূর্ণ রেকর্ড রয়েছে লিটনের দখলে। প্রথমটি সর্বোচ্চ ফিফটির। চলতি মাসের শুরুতেই নেদারল্যান্ডসের সফরে সিলেটে তৃতীয় ম্যাচে ফিফটি ছুঁয়ে (৪৬ বলে ৭৩) বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ ফিফটির মালিক বনে যান লিটন। এখানে তিনি পেছেন ফেলেন সাকিব আল হাসানকে। এশিয়া কাপেও ফিফটি পূরণ করে সংখ্যাটিকে ১৫তে নিয়ে গেছেন লিটন। ১৩ ফিফটি হাঁকাতে সাকিব খেলেন ১২৭ ইনিংস। আর সর্বোচ্চ ১৫ ফিফটি করতে লিটন খেললেন ১০৯ ইনিংস। এছাড়া, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশে হয়ে অন্তত ৮০০ রান করেছেন, এমন ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট (১২৬.২৩) লিটনেরই।