৬ হাজার আসনের স্টেডিয়ামে ম্যাচ নিয়ে ‘অজুহাত’ নেই ফ্লিকের
এবারের লা লিগায় বার্সেলোনা তাদের প্রথম ‘হোম’ ম্যাচ খেলতে নামছে স্রেফ ৬ হাজার দর্শক ধারণক্ষমতার ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে। তবে অল্প আসনের মাঠে খেলায় কোনো সমস্যা দেখছেন না দলটির কোচ হান্সি ফ্লিক। এতে খেলোয়াড়দের পারফরম্যান্সে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না বলেই বিশ্বাস তার।
বার্সেলোনার সামনে এই পরিস্থিতি তৈরি হয়েছে মূলত তাদের আসল ঘরের মাঠ কাম্প নউ প্রত্যাশিত সময়ে প্রস্তুত না হওয়ায়। দুই বছরের বেশি সময় ধরে সংস্কার কাজ চলছে এই স্টেডিয়ামে। কয়েকবার এই মাঠে ফেরার পরিকল্পনা করেও বারবার তা পিছিয়ে দিয়েছে কাতালান দলটি।
এই মৌসুমে লা লিগায় প্রথম তিনটি ম্যাচ বার্সেলোনা খেলছে প্রতিপক্ষের মাঠে। রোববার ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটি তাদের খেলার কথা ছিল কাম্প নউয়ে। আরও সময় চেয়ে বার্সেলোনা ম্যাচটি ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে খেলার অনুরোধ করলেও তা ফিরিয়ে দেয় লা লিগা।
গত দুই মৌসুমে বার্সেলোনা তাদের ‘হোম’ ম্যাচ খেলেছে যেখানে, সেই মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামে এই সপ্তাহে কনসার্ট থাকায় ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটি এখানে খেলতে পারছে না তারা। তাই বিকল্প হিসেবে বেছে নিতে হয় ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামকে, যেখানে খেলে বার্সেলোনার নারী দল।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ফ্লিক বললেন, কম আসনের স্টেডিয়ামে খেলাকে কোনো অজুহাত হিসেবে দেখাতে চান না তারা।
“খেলোয়াড়, অধিনায়কদের সঙ্গে আমি কথা বলেছি এবং তারা বলেছে যে, এটা আমাদের ওপর প্রভাব ফেলবে না। এটা কোনো অজুহাত নয়। ভালেন্সিয়াকেও এই স্টেডিয়ামে খেলতে হবে। আমরা (প্রাক-মৌসুমে) কোমোর বিপক্ষে দেখিয়েছি যে, এই স্টেডিয়ামে আমরা জিততে পারি। আর রোববার এটাই দেখতে চাই আমি।”
“আমরা পরিস্থিতি সম্পর্কে জানি। সভাপতি (হোয়ান লাপোর্তা) আমাকে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। (কাম্প নউয়ে ফেরার) ব্যাপারে আমার আত্মবিশ্বাস আছে। এই বিষয়গুলো আমার দলকে প্রভাবিত করে না।”
চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না বার্সেলোনার গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন লামিনে ইয়ামাল। এবার প্রথম দুই ম্যাচ জিতে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরুর পর আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে সবশেষ ম্যাচটি ড্র করে বার্সেলোনা।