ভারতের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ে পাকিস্তান
সব জল্পনাকল্পনার ইতি টেনে অবশেষে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। ম্যাচটি বাতিল চেয়ে ভারতের সুপ্রিম কোর্টে আবেদনও জমা দেয়া হয়ে দিন তিনেক আগে। অবশেষে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত সেই ম্যাচ। নিজের ৩৫তম জন্মদিনের দিন টসে হেরে গেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), ফখর জামান, সালমান আলী আঘা (অধিনায়ক) হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।
ভারত একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ।