এশিয়া কাপে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাদের। তবে ভালো করেও অবনমন হয়েছে লিটন দাসের।
প্রতি বুধবারের মতো আজও র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তামিম-সাকিব জুটির।
আফগানিস্তানের বিপক্ষে গতরাতে ৩১ বলে ৫২ রানের ইনিংস খেলেন তামিম। যার ওিপর ভর করে র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে ৫৬৬ রেটিং পয়েন্ট নিয়ে ৩৫ নম্বরে অবস্থান করছেন।
বাংলাদেশের ব্যাটারদের সবার ওপরেই আছেন তামিম। তার পরে আছেন লিটন দাস। তবে একধাপ পিছিয়ে ৪২ নম্বরে নেমে গেছেন তিনি। যদিও হংকংয়ের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন তিনি।
অন্যদিকে ৩ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে উঠেছেন জাকের আলি। আর গড়পড়তা ব্যাটিং করা তাওহিদ হৃদয় ধরে রেখেছেন নিজের ৪৮ নম্বর জায়গা। তবে পারভেজ ইমন ৮ ধাপ পিছিয়ে ৭৫ নম্বরে নেমে গেছেন।
অন্যদিকে বোলারদের তালিকায় ৫ ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠেছেন তানজিম সাকিব। তবে পিছিয়েছেন তার সামনে থাকা বাংলাদেশের বোলাররা। ৪ ধাপ পিছিয়ে ১৫ নম্বরে নেমে গেছেন মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া শেখ মেহেদি হাসান ২ ধাপ পিছিয়ে ২০ নম্বরে আর তাসকিন এখন ৫ ধাপ পিছিয়ে ৩০ নম্বরে। রিশাদ হোসেনের কোনো পরিবর্তন হয়নি। নিজের ২৪ নম্বর স্থান ধরে রেখেছেন এই লেগ স্পিনার।
তবে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে থাকা তিনজনই ভারতের।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ভারতের অভিষেক শর্মা। বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন বরুণ চক্রবর্তী। আর অলরাউন্ডারদের তালিকায় এক নম্বর স্থান ধরে রেখেছেন হার্দিক পান্ডিয়া।